পুরো 7000 টাকা দাম কমলো নতুন iPhone 16e এর, 48MP ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার

এপ্রিলে Apple ভারতের বাজারে তাদের সস্তা আইফোন মডেল iPhone 16e লঞ্চ করে। তবে এরই মধ্যে ডিভাইসটি অম দামে বিক্রি হতে শুরু করেছে। ই-কমার্স প্ল্যাটফর্মে নতুন আইফোন মডেলটি কোনো সেল ছাড়াই 7,110 টাকা কমে পাওয়া যাচ্ছে। যদিও অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটে ডিভাইসটি লঞ্চের সময়ের মূল্যেই তালিকাভুক্ত আছে। কিন্তু আপনি অ্যামাজন থেকে সবচেয়ে সস্তায় ফোনটি কিনতে পারবেন।

iPhone 16e এর ভারতে দাম কত

অ্যাপল ইন্ডিয়ার ওয়েবসাইটে, আইফোন 16e এর 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 59,900 টাকা। আর এর 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে 69,900 টাকা এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য 89,900 টাকা দিতে হবে। এটি ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে লঞ্চ হয়েছে।

ফ্লিপকার্টেও ফোনের 128GB ভ্যারিয়েন্ট 59,900 টাকায় তালিকাভুক্ত। তবে ব্যাঙ্ক অফারের মাধ্যমে এটি 4,000 টাকা ছাড়ে কেনা যাবে। অর্থাৎ, ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে ফ্লিপকার্ট থেকে ফোনটি 55,900 টাকায় বাড়ি নিয়ে আসা সম্ভব।

এদিকে অ্যামাজনে আইফোন 16e মডেলের 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট 56,790 টাকায় তালিকাভুক্ত রয়েছে, অর্থাৎ লঞ্চের সময়ের থেকে 3,110 টাকা কম। আবার 4,000 টাকা ব্যাঙ্ক অফার পাওয়া যাবে, যার ফলে এটি 52,790 টাকায় কেনা যাবে। এই দুই অফারে মোট 7,110 টাকা ছাড় পাওয়া যাবে।

আইফোন 16e এর বিশেষ বিশেষ ফিচার

নতুন আইফোন 16e ডিভাইসে ডুয়েল সিম (নানো+ইসিম) সাপোর্ট করবে, যা iOS 18 অপারেটিং সিস্টেমে চলে। এতে 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR (1170×2532 পিক্সেল) OLED ডিসপ্লে আছে, যা 60Hz রিফ্রেশ রেট এবং 800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই আইফোন মডেলে A18 চিপ ব্যবহার করা হয়েছে। এতে 8GB RAM থাকার সম্ভাবনা রয়েছে, কারণ এই ফোনে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, আইফোন 16e ডিভাইসে OIS সহ 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উপস্থিত। সেলফির জন্য, সামনে 12 মেগাপিক্সেল ট্রুডেপথ ক্যামেরা পাওয়া যাবে। সাউন্ডের জন্য ফোনে স্টেরিও স্পিকার আছে। চার্জিংয়ের জন্য, এতে টাইপ-C পোর্ট দেওয়া হয়েছে। এতে 18W ওয়্যার্ড চার্জিং এবং 7.5W ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট করবে।