48 হাজার টাকা দাম কমলো, জলের দরে দুর্ধর্ষ ফিচারের Samsung Galaxy S24+ ফোন, রয়েছে দারুন ক্যামেরা

আপনি যদি Samsung স্মার্টফোন প্রেমী হন এবং কিছুটা সাশ্রয়ী মূল্যে সংস্থার কোনো ফ্ল্যাগশিপ মডেল কিনতে চান তাহলে সুখবর। আসলে, Samsung-এর একটি S সিরিজের ফোন ই-কমার্স প্ল্যাটফর্মে প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। আর এই ডিভাইসের নাম Samsung Galaxy S24+, যাল লঞ্চের সময় দাম ছিল প্রায় 1 লাখ টাকা। তবে এখন এই ফোনটি অতি সস্তায় কেনার সুযোগ রয়েছে। আসুন এর উপর কি কি অফার রয়েছে দেখে নেওয়া যাক।

লঞ্চের সময় দাম ছিল প্রায় 1 লাখ টাকা

ভারতে স্যামসাং গ্যালাক্সি এস24+ এর 12GB+256GB ভ্যারিয়েন্টের দাম ছিল 99,999 টাকা এবং 12GB+512GB ভ্যারিয়েন্টের জন্য মূল্য ধার্য করা হয়েছিল 1,09,999 টাকা। এটি কোবাল্ট ভায়োলেট এবং অনিক্স ব্ল্যাক কালারে লঞ্চ হয়েছিল। এখন এই ফোনটি প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে।

লোভনীয় অফার নিয়ে হাজির ফ্লিপকার্ট

ই-কমার্স সাইট ফ্লিপকার্টে Galaxy S24+ এর 12GB+256GB ভ্যারিয়েন্ট এখন মাত্র 54,999 টাকায় তালিকাভুক্ত আছে। এই দাম উভয় কালার ভ্যারিয়েন্টের। আবার ব্যাঙ্ক অফারে 2750 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে, যার ফলে এর দাম কমে হবে 52,249 টাকা। অর্থাৎ 1 লাখ টাকার ফোন পুরো 47,750 টাকা কমে কেনা যাবে। এর আ
সাথে আবার এক্সচেঞ্জ বোনাসের সুবিধা নেওয়া যাবে।

স্পেসিফিকেশন ও ফিচার

গ্যালাক্সি এস24+ মডেলে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চি কোয়াড-এইচডি প্লাস ডিসপ্লে আছে। এতে এক্সিনস 2400 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য, ফোনে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, f/2.2 অ্যাপারচার সহ 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং 3x অপটিক্যাল জুম এবং f/2.4 অ্যাপারচার সহ 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4900mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি IP68 রেটিং সহ এসেছে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে।