Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের দামও খুব কম রাখা হয়েছে। এই ট্যাবটি পেন সাপোর্টের সাথে…

Poco Pad 5G Launched In India With 10000Mah Battery Check Price And First Sale Offer

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের দামও খুব কম রাখা হয়েছে। এই ট্যাবটি পেন সাপোর্টের সাথে এসেছে এবং এর পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা উপস্থিত। আবার Poco Pad 5G ট্যাবে বড় 12-ইঞ্চি ডিসপ্লে এবং ডলবি ভিশন এবং অ্যাটমস সাপোর্ট করবে। আসুন পোকোর প্রথম ট্যাবলেটের দাম, স্পেসিফিকেশন ও ফিচার জেনে নেওয়া যাক।

Poco Pad 5G এর দাম ও প্রথম সেলে অফার

প্রথম সেলে পোকো প্যাড 5জি ট্যাবলেট 19,999 টাকায় পাওয়া যাবে। এই দামের মধ্যে ব্যাংক অফার এবং স্টুডেন্ট অফার অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণভাবে এই ট্যাবের 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 23,999 টাকা এবং 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 25,999 টাকা।

ট্যাবটির প্রথম সেল শুরু হবে 27 আগস্ট থেকে। এটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। গ্রীন ও কোবাল্ট ব্লু এই দুটি রঙে ট্যাবটি লঞ্চ হয়েছে।

এসবিআই, এইচডিএফসি বা আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে পোকো প্যাড 5জি কিনলে 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। শুধু তাই নয়, পোকো প্যাডের প্রথম সেলে শিক্ষার্থীরা 1,000 টাকার অতিরিক্ত ছাড় পাবেন।

Poco Pad 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Poco Pad 5G ট্যাবে 12.1 ইঞ্চি 1.5কে আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 600 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস 3। এই ট্যাবলেটে রয়েছে ডলবি ভিশন, ডলবি অ্যাটমস, কোয়াড স্পিকার সেটআপ, দুটি মাইক্রোফোন এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। এটি ওয়াই-ফাই 6 সমর্থন সহ এসেছে।

Poco Pad ট্যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। ট্যাবটি 8 জিবি পর্যন্ত স্ট্যান্ডার্ড LPDDR4X র‌্যাম এবং 128/256 জিবি ইউএফএস 2.2 স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক HyperOS কাস্টম স্কিনে চলবে।

এই ট্যাবলেটে 33W চার্জিং সাপোর্ট সহ 10,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। কোম্পানির দাবি, ফুল চার্জে থাকা ট্যাবটি 17 ঘণ্টা রিডিং এবং 16 ঘণ্টা এইচডি ভিডিও প্লেব্যাক টাইম দেবে। ধুলো এবং জল থেকে সুরক্ষিত থাকতে পোকো প্যাডে IP52 রেটিং আছে।