Realme Summer Sale: শুরু হল Realme সামার সেল, 4000 টাকা দাম কমলো Realme P3 Pro 5G ও Realme P3x 5G ফোনের

আজ 9 এপ্রিল থেকে শুরু হল রিয়েলমি সামার সেল (Realme Summer Sale)। এই স্পেশাল সেলে রিয়েলমি P3 সিরিজের ফোনে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে। এই সেলে রিয়েলমি P3x 5G এবং রিয়েলমি P3 প্রো 5G হ্যান্ডসেট দুটি 4,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এই অফার realme.com, Flipkart এবং বড় রিটেইল স্টোরে উপলব্ধ। রিয়েলমির সামার সেল আগামী 14 এপ্রিল পর্যন্ত চলবে।
Realme P3 Pro 5G ফোনে দারুন ছাড়
রিয়েলমি P3 প্রো 5G ডিভাইসে স্ন্যাপড্রাগন 7s জেন 3 চিপ এবং গ্লো-ইন-দ্য-ডার্ক ডিজাইন রয়েছে। ফোনটি সামার সেলে 4000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ বিক্রি হচ্ছে। এই ছাড়ের পরে আপনি ডিভাইসটি 19,999 টাকায় কিনতে পারবেন। এর সঙ্গে এক্সচেঞ্জ ডিসকাউন্টও রয়েছে, যার মাধ্যমে আপনি ফোনের মূল্যের আরও কমাতে পারবেন।
Realme P3x 5G স্মার্টফোনে অফার
রিয়েলমি P3x 5G ডিভাইসটি স্ন্যাপড্রাগন 6 জেন 4 চিপ দ্বারা চলিত এবং এতে 6000mAh ব্যাটারি আছে। রিয়েলমি সামার সেলে এটি 2000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ কেনা যাবে। ছাড়ের পর আপনি ফোনটি 11,999 টাকায় কিনতে পারবেন। এর সাথে এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এই অফারটি 9 থেকে 13 এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে।
Realme P3x 5G এর বিশেষত্ব
রিয়েলমি P3x 5G ফোনে ধুলো এবং জল প্রতিরোধী IP68/69 রেটিং আছে যা একে ওয়াটারপ্রুফ করে তুলেছে। এটি প্রথম ফোন যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 প্রসেসর দেওয়া হয়েছে। এটি 10GB ভার্চুয়াল র্যাম সহ এসেছে। এতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই হ্যান্ডসেটে 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
Realme P3 Pro 5G এর ফিচার
রিয়েলমি P3 প্রো 5G স্মার্টফোনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ 50MP প্রাইমারি রিয়ার সেন্সর রয়েছে। এতে কার্ভড ডিসপ্লে আছে। এতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W সুপারভুক চার্জিং সাপোর্ট করে। এটি স্ন্যাপড্রাগন 7s জেন 3 চিপসেট দ্বারা চালিত সেগমেন্টের প্রথম ফোন। এতে বিশেষ AI ক্যামেরা ফিচার উপস্থিত, যেমন AI নাইট মোড এবং স্মার্ট AI পোর্ট্রেট। এই ফোনটি IP66/IP68/IP69 রেটিং সহ এসেছে।