7300mAh ব্যাটারি সহ আজ ভারতে লঞ্চ হচ্ছে iQOO Z10 ও Z10x স্মার্টফোন, কম দামে দুর্দান্ত ফিচার

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড iQOO আজ ভারতে তাদের Z সিরিজের দুটি নতুন স্মার্টফোন iQOO Z10 এবং iQOO Z10x লঞ্চ করতে চলেছে। দুর্দান্ত ব্যাটারি, চমৎকার পারফরম্যান্স এবং অত্যাধুনিক ফিচার এই ডিভাইস দুটির ইউএসপি হবে। দামের ক্ষেত্রে উভয় হ্যান্ডসেট মিড রেঞ্জে আসবে বলেই আমাদের ধারণা। আসুন ফোন দুটি সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

iQOO Z10 এবং iQOO Z10x এর সম্ভাব্য দাম ও উপলব্ধতা

আইকো জেড১০ এর দাম শুরু হতে পারে ২১,৯৯৯ টাকা থেকে। তবে ব্যাঙ্ক অফারে এটি ২০,০০০ টাকার কমে কেনা যাবে। আবার Z10x এর দাম ১৫,০০০ টাকা থেকে শুরু হতে পারে। দুটি ফোনই আজ থেকে Amazon-এ পাওয়া যাবে।

iQOO Z10 এর স্পেসিফিকেশন ও ফিচার

আইকো জেড১০ ৫জি ভারতের প্রথম স্মার্টফোন হবে যেখানে ৭৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এর সঙ্গে থাকবে ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি, যা মাত্র ৩৩ মিনিটে ০ থেকে ৫০ শতাংশ চার্জ করে দেবে। এই ডিভাইসে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে, যার সাথে ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

আইকো জেড১০ ৫জি ডিভাইসে কোয়াড-কার্ভড AMOLED প্যানেল থাকবে, যা ৫,০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর ও ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ স্কিনে চলবে।

iQOO Z10x এর ফিচার

iQOO Z10x স্মার্টফোনে দেওয়া হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এতে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে ১২০ হার্টজ ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে থাকতে পারে, রা TÜV রেইনল্যান্ড আই প্রোটেকশন সার্টিফিকেশন সহ আসবে। ক্যামেরার ক্ষেত্রে এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৪কে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা থাকবে।