লঞ্চ হল দেশের প্রথম 7300mAh ব্যাটারির ফোন, দামও কম iQOO Z10 এর

ভিভোর সাব-ব্র্যান্ড iQOO আজ ভিরতে iQOO Z10 স্মার্টফোন লঞ্চ করল। এটি দেশের প্রথম 7300mAh ব্যাটারি ক্যাপাসিটি সহ আসা স্মার্টফোন। পাওয়ারফুল ব্যাটারি, দ্রুত চার্জিং, উন্নত ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর মিলিয়ে এটি মিড-রেঞ্জে একটি পরিপূর্ণ অলরাউন্ডার ডিভাইস হিসেবে সামনে বাজারে এসেছে। আর এর দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যে। আসুন iQOO Z10 এর মূল্য ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
iQOO Z10 এর দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট
আইকো জেড10 এর 8GB র্যাম + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 21,999 টাকা। অন্যদিকে, এর 8GB + 256GB এবং 12GB + 256GB ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে 23,999 টাকা ও 25,999 টাকা। আগামী 16 এপ্রিল অ্যামাজন থেকে এর সেল শুরু হবে। প্রথম সেলে ব্যাঙ্ক ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফারের মাধ্যমে এটি মাত্র 19,999 টাকায় কেনা যাবে। এটি গ্লেসিয়ার সিলভার ও স্টেলার ব্ল্যাক কালারে এসেছে।
iQOO Z10 এর স্পেসিফিকেশন ও ফিচার
আইকো জেড10 ফোনের সামনে দেখা যাবে 6.77 ইঞ্চির ফুল এইচডি AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 5000 নিট (হাই ব্রাইটনেস মোডে 1300 নিট)। ডিসপ্লের মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ডিভাইসটি MIL-STD-810H ও IP65 সার্টিফায়েড, ফলে এটি টেকসই এবং জল-ধুলো প্রতিরোধী।
পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s জেন 3 প্রসেসর এবং অ্যাড্রেনো 720 জিপিইউ দেওয়া হয়েছে। এটি চলে অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ফানটাচ ওএস 15 কাস্টম স্কিনে
ব্যাটারি ও ক্যামেরা
আইকো জেড10 ফোনের অন্যতম আকর্ষণ হল বিশাল 7300mAh ব্যাটারি, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এতে 50MP প্রাইমারি সেন্সর (OIS-সহ) এবং 2MP সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সামনে পাওয়া যাবে 8MP সেলফি ক্যামেরা।