Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে চলেছে, যা গত মে মাসে লঞ্চ হয়েছিল। অফিশিয়াল রিলিজের আগেই…

Moto G Stylus 2025 Design Render Leak Launch Soon

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে চলেছে, যা গত মে মাসে লঞ্চ হয়েছিল। অফিশিয়াল রিলিজের আগেই আপগ্রেড ভার্সনটির ডিজাইন রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে। এটি ইঙ্গিত করে যে, ফোনটি বর্তমান মডেলের মতোই দেখতে হবে, তবে ভিন্ন টেক্সচারযুক্ত ব্যাক প্যানেল অফার করবে। চলুন দেখে নিই, Moto G Stylus (2025) সম্পর্কে কী কী তথ্য সামনে এল।

Moto G Stylus (2025) ডিজাইন

মাইস্মার্টপ্রাইস মোটোরলার আপকামিং ফোনটির ডিজাইন রেন্ডার শেয়ার করেছে। এটির কোডনাম Kansas এবং মডেল নম্বর XT251V বলে জানা গিয়েছে। এখানে 25 সংখ্যাটি 2025-কে ইঙ্গিত করছে। লো-রেজোলিউশনের রেন্ডারে ফোনটি গ্লসি ফিনিশ সহ ব্লু কালার স্কিমে দেখা গিয়েছে। যেখানে বর্তমান মডেলে ভিগান লেদার ফিনিশ বর্তমান।

Moto G Stylus 2025 Design Render Leak
Moto G Stylus 2025 Design Render Leak

ডিজাইনের নিরিখে ফোনটির 2024 এবং 2025 ভার্সনের মধ্যে তেমনা পার্থক্য নেই। টপ লেফট কর্নারে ক্যামেরা মডিউল অবস্থিত। ডানদিকে ভলিউম বাটন ও পাওয়ার সুইচ রয়েছে। হ্যান্ডসেটটির ফ্ল্যাট ডিসপ্লেতে খুব সরু বেজেল আছে। সেন্টারে সেলফি ক্যামেরার জন্য একটি হোল-পাঞ্চ কাটআউট বর্তমান। এই সিরিজের অন্যান্য ফোনের মতো স্টাইলেস পেন স্লট নীচে থাকবে।

প্রসঙ্গত, Moto G Stylus 2024 ভারতে লঞ্চ হয়নি। এটি শুধুমাত্র আমেরিকা ও কানাডায় উপলব্ধ। বর্তমানে 399 ডলারে পাওয়া যাচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 33,600 টাকা। স্টাইলাস পেনের অনেক সুবিধার কারণে এটির ক্রেতামহলে অনেক কদর রয়েছে। ফলে মোটোরোলা ফোনটি ভারতে আনবে কিনা, সে দিকেই নজর থাকবে।