জল ও ধুলোতে নষ্ট হবে না, 6000mAh ব্যাটারির Realme P3x 5G সামার সেলে কম দামে কেনার সুযোগ

বর্তমানে স্মার্টফোন ক্রেতারা ব্যাটারি ব্যাকআপ ও ডিভাইসের বিল্ড কোয়ালিটির উপর অধিক নজর দেয়। আপনিও যদি এই দলে থাকেন এবং নিজের জন্য কম দামে ভালো ফোন কিনতে চান তাহলে Realme P3x 5G বেছে নিতে পারেন। কারণ এই ডিভাইসে আছে ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ ওয়াটারপ্রুফ রেটিং। আর Flipkart Summer Sale-এ এটি লোভনীয় অফারে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে।

Realme P3x 5G এর দাম ও অফার

ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া রিয়েলমি পি৩এক্স ৫জি এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এটি লুনার সিলভার, মিডনাইট ব্লু ও স্টেলার পিঙ্ক কালারে এসেছে।

চলমান ফ্লিপকার্ট সামার সেলে, রিয়েলমি পি৩এক্স ৫জি এর ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের উপর অতিরিক্ত ২,০০০ টাকা ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে, যার ফলে এর মূল্য কমে দাঁড়াবে ১১,৯৯৯ টাকায়। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করে ১০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়ও আদায় করে নেওয়া যাবে।

Realme P3x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমির এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে, যা ১২০ হার্টছ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Realme P3x 5G ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি IP68 ও IP69 রেটিং সহ আসায় ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে।