দাম ১০ হাজার টাকার কম, ২৪ থেকে ৩২ ইঞ্চির সেরা Smart TV, পাবেন গমগমে সাউন্ড

বর্তমানে বিভিন্ন দামের LED TV পাওয়া যায়। তাই যারা কম খরচে ভালো ফিচারের টিভি কিনতে চান, তাদের জন্য বাজারে একাধিক বিকল্প উপস্থিত আছে। তবে বিকল্প বেশি থাকলে সঠিক মডেল খুঁজতে গিয়ে দ্বিধায় পড়তে হয়। এই কারণে আজ আমরা ফ্লিপকার্ট ও অ্যামাজন ইন্ডিয়ায় ১০ হাজার টাকার কমে উপলব্ধ সেরা কয়েকটি Smart TV-র সন্ধান নিয়ে চলে এসেছি।

১০ হাজার টাকার মধ্যে সেরা Smart TV

প্রতিবেদনের সবচেয়ে সস্তা টিভি হল VW 24A, যার দাম মাত্র ৪৯৯৯ টাকা। এতে পাওয়া যাবে ২৪ ইঞ্চির HD Ready ডিসপ্লে ও ২০ ওয়াট সাউন্ড আউটপুট। একই ব্র্যান্ডের VW24C3 মডেলটিও আপনি নিতে পারেন, যার দাম ৫৯৯৯ টাকা। এতে ফ্রেমলেস ডিজাইন এবং ২৪ ওয়াট সাউন্ড আউটপুটসহ ৫টি সাউন্ড মোড রয়েছে।

যারা বড় স্ক্রিন পছন্দ করেন, তাদের জন্য ১০ হাজার টাকার মধ্যে আছে Acer J সিরিজের (32 ইঞ্চি) টিভি। এই স্মার্ট গুগল টিভিতে আছে ১.৫ জিবি র‍্যাম, ৮ জিবি স্টোরেজ এবং ৩০ ওয়াট ডলবি সাউন্ড। আর এই টিভির দাম ৯,৯৯৯ টাকা।

এর পাশাপাশি Kodak, TCL, Realme, Infinix, Foxsky, iFFALCON ও Thomson এর মতো ব্র্যান্ড এই রেঞ্জে বেশ কয়েকটি মডেল বাজারে নিয়ে এসেছে। যেমন আপনি Thomson Alpha QLED (2025 এডিশন) টিভিটি নিতে পারেন,যার দাম মাত্র ৮৯৯৯ টাকা। এতে আছে ৩৬ ওয়াট সাউন্ড আউটপুট এবং QLED ডিসপ্লে।

ব্র্যান্ডগুলির এই রেঞ্জের টিভিতে রয়েছে Android বা Linux ভিত্তিক স্মার্ট সিস্টেম, ডলবি অডিও সাপোর্ট, বেজেল-লেস ডিজাইন এবং বিল্ট-ইন ক্রোমকাস্টের সুবিধা। অধিকাংশ টিভিগুলি ২ বা তার বেশি HDMI ও USB পোর্ট সহ এসেছে।