অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার সহ সস্তায় লঞ্চ হল URBAN HX30 হেডফোন, ফুল চার্জে চলবে দীর্ঘক্ষণ

সংগীতপ্রেমীদের জন্য সুখবর! জনপ্রিয় ব্র্যান্ড ‘আর্বান’ ভারতে লঞ্চ করল নতুন ওয়্যারলেস হেডফোন URBAN HX30। এটি আধুনিক প্রযুক্তি, আরামদায়ক ডিজাইন এবং সাশ্রয়ী মূল্যে এসেছে। এই ইয়ারফোনে পাওয়া যাবে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার, ১৪ ঘন্টা প্লেব্যাক টাইম ও গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

URBAN HX30 এর দাম

আর্বানের এই হেডফোনটির অফার মূল্য মাত্র ১,৯৯৯ টাকা। এটি gourban.in, Amazon, Flipkart সহ অন্যান্য ই-কমার্স সাইট থেকে কেনা যাবে।

URBAN HX30 এর ফিচার

এই ওভার দ ইয়ার হেডফোনটি হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) ফিচার সহ এসেছে। এর ফলে বাইরের আওয়াজ ৩২ ডেসিবেল পর্যন্ত কমে যাবে। এতে ডুয়েল মাইক্রোফোন সিস্টেম রয়েছে যা কল করার সময় পরিষ্কার শব্দ শুনতে দেয়। এছাড়া, ANC ও ট্রান্সপারেন্সি মোডের মধ্যে সুইচ করার জন্য থাকছে ডেডিকেটেড বাটন।

URBAN HX30 হেডফোনে পাওয়া যাবে ব্লুটুথ ৫.৪ সাপোর্ট, ফলে ফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা স্মার্ট টিভির সঙ্গে একে সহজেই কানেক্ট করা যাবে। এতে রয়েছে নরম ভিগান লেদার ইয়ারকাপ, অ্যাডজাস্টেবল হেডব্যান্ড।

চার্জিংয়ের জন্য এই ইয়ারফোনে দেওয়া হয়েছে USB টাইপ-C পোর্ট। কোম্পানির দাবি, ফুল চার্জে এটি ১৪ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দেবে। এতে গুগল অ্যাসিস্ট্যান্ট ও সিরি সাপোর্টও রয়েছে।