পুরো ৯০০০ টাকা সরাসরি ছাড়, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo T3 Ultra অনেক সস্তায়

ভিভো সম্প্রতি ভারতে লঞ্চ করেছে তাদের T সিরিজের নতুন মিড রেঞ্জ স্মার্টফোন Vivo T3 Ultra। তবে কয়েক সপ্তাহ যেতে না যেতেই ডিভাইসটি আসল দামের থেকে ৯,০০০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। এর তিনটি স্টোরেজ মডেলই কম দামে বিক্রি হচ্ছে। ফিচারের কথা বললে, Vivo T3 Ultra মডেলে আছে ৫০ মেডিকেল রিয়ার ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আসুন ছাড়ের পর ফোনটি কত দামে পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Vivo T3 Ultra ফোনে লোভনীয় ডিসকাউন্ট অফার

ভিভো টি৩ আল্ট্রা তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে – ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি এবং ১২ জিবি + ২৫৬ জিবি। এদের আসল দাম যথাক্রমে ৩৫,৯৯৯ টাকা, ৩৭,৯৯৯ টাকা ও ৩৯,৯৯৯ টাকা। তবে ই- কমার্স সাইট Flipkart এর সমস্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে ৯,০০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে। এরপর এগুলি যথাক্রমে ২৬,৯৯৯ টাকা, ২৮,৯৯৯ টাকা ও ৩০,৯৯৯ টাকায় কেনা যাবে।

Vivo T3 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো টি৩ আল্ট্রা মোবাইল ফটোগ্রাফার জন্য আদর্শ স্মার্টফোন। এর পিছনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য ভিভো টি৩ আল্ট্রা ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলে। এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি AMOLED স্ক্রিন, যার রেজোলিউশন ২৮০০ x ১২৬০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T3 Ultra ডিভাইসে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে মাত্র কয়েক মিনিটেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে।