৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা ও সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর সহ আসছে OnePlus 13T

OnePlus 13T আগামী ২৪ এপ্রিল চীনে লঞ্চ হতে চলেছে। সংস্থাটি ইতিমধ্যেই ফোনটির ডিজাইন, কালার অপশন এবং ডিসপ্লে সাইজ সামনে এনেছে। এবার লঞ্চের কয়েকদিন আগে তারা এর প্রসেসর ও ক্যামেরা সম্পর্কে জানালো। জানা গেছে OnePlus 13T শক্তিশালী ব্যাটারি সহ বাজারে আসবে। এটি প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে।

OnePlus 13T ফোনে থাকবে সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর

ওয়ানপ্লাসের তরফে বলা হয়েছে, আসন্ন ওয়ানপ্লাস ১৩টি স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে। এই একই প্রসেসর ওয়ানপ্লাস ১৩ ডিভাইসেও ছিল। এই ফ্ল্যাগশিপ প্রসেসর ফোনের পারফরম্যান্সকে আরও দ্রুত করে তুলবে।

পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা

আজ ওয়ানপ্লাস ১৩টি এর ক্যামেরা ফিচার টিজ করা হয়েছে। এতে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং এটি Sony সেন্সর হবে। এছাড়া পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, যা ২এক্স অপটিক্যাল ও ৪এক্স লসলেস জুম সাপোর্ট করবে। ওয়ানপ্লাস জানিয়েছে, এই ফোনে অপ্পোর ফ্ল্যাগশিপ ডিভাইসের একই ইমেজিং অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে।

টেকসই বিল্ড কোয়ালিটি সহ আসছে

বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে, OnePlus 13T মডেলে থাকবে মেটাল ফ্রেম, IP65 রেটিং (ধুলো ও জল প্রতিরোধ ক্ষমতা)। এর সাথে অপ্পোর ক্রিস্টাল শিল্ড গ্লাস দেওয়া হবে।

বড় ডিসপ্লে সহ থাকবে পাওয়ারফুল ব্যাটারি

এর আগে নিশ্চিত করা হয়েছে যে OnePlus 13T ডিভাইসে থাকবে ৬.৩২ ইঞ্চি ডিসপ্লে। আর ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। OnePlus সম্প্রতি 13T দিয়ে তোলা কিছু ছবি প্রকাশ করেছে, যা ফোনটির দুর্দান্ত ক্যামেরা পারফরম্যান্সের ইঙ্গিত দেয়।