১৩ হাজার টাকা দাম কমলো, জলের দরে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার Oppo Reno 12 5G

স্মার্টফোন বাজারে এখন 5G ডিভাইসের চাহিদা ক্রমেই বাড়ছে। আর এই চাহিদার মাঝেই Oppo Reno 12 5G মডেলটি লোভনীয় অফার সহ পাওয়া যাচ্ছে। ভারতে Reno 12 Pro 5G এর সঙ্গে এই ফোনটি গত বছর লঞ্চ হয়েছিল। এখন ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ডিভাইসটি সবচেয়ে কম দামে তালিকাভুক্ত আছ। ফলে যারা নতুন স্মার্টফোন খোঁজ করছেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ।
Oppo Reno 12 5G এর দাম ও অফার
অপ্পো রেনো ১২ ৫জি এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল ৩২,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এটি এখন ২০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর সাথে আছে ১,০০০ টাকার ব্যাঙ্ক অফার, ফলে এটি ১৯,৯৯৯ টাকায় আপনার হবে। অর্থাৎ লঞ্চের সময়ের থেকে অপ্পো রেনো ১২ ৫জি প্রায় ১৩,০০০ টাকা কম দামে কেনা যাবে।
Oppo Reno 12 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
অপ্পো রেনো ১২ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চির কোয়াড-কার্ভড ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১২০০ নিটস। এই ডিসপ্লে HDR10+ সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করা হয়েছে।
পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য Oppo Reno 12 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি Sony LYT600 সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে এআই সামারি, এআই ইরেজার ২.০, এআই বেস্ট ফেস এবং এআই ক্লিয়ার ভয়েস-এর মতো AI ফিচার উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি ৪৬ মিনিটে সম্পূর্ণ চার্জ হবে।