ক্যামেরা সহ ব্যাটারিতে উন্নতি, POCO F5 ফোনে চলে এল HyperOS 2.0 সফটওয়্যার আপডেট

প্রতিশ্রুতি মতো শাওমি এবার POCO F5 ফোনের জন্য HyperOS 2.0 আপডেট রোলআউট শুরু করল। নতুন সফটওয়্যার আপডেটটি পারফরম্যান্স ও ব্যাটারি লাইফ উন্নতই করবে। এর পাশাপাশি ইউজার ইন্টারফেস ও দৈনন্দিন ব্যবহারে আরও দুর্দান্ত অভিজ্ঞতা দেবে। জানিয়ে রাখি, HyperOS 2.0 হল শাওমির নিজস্ব কাস্টম স্কিন, যা গত ত্রৈমাসিকে লঞ্চ হয়েছে।
ধাপে ধাপে রোলআউট
POCO F5 এর গ্লোবাল ভার্সনের জন্য এই আপডেট আনা হয়েছে। তবে প্রতিটি অঞ্চলে ধাপে ধাপে আপডেট রোল আউট করা হবে। যাতে কোনো সমস্যা দেখা দিলে তা সমাধান করে অন্য অঞ্চলে রিলিজ করা যায়।
POCO F5 এর জন্য নতুন আপডেটের অঞ্চল ভিত্তিক ভার্সন
গ্লোবাল ভার্সন: OS2.0.4.0.VMRMIXM
ভারত: OS2.0.3.0.VMRINXM
ইন্দোনেশিয়া, তুরস্ক, তাইওয়ান, রাশিয়ার ব্যবহারকারীরা OS2.0.2.0 সিরিজের ভার্সন সহ আপডেটটি পাবে।
নতুন কী আছে HyperOS 2.0 কাস্টম স্কিনে
নতুন হাইপারওএস ২.০ কাস্টম স্কিনে সিস্টেম অ্যানিমেশনে আরও স্মুথ করা হয়েছে ও ভিজ্যুয়ালে উন্নতি দেখা যাবে নতুন ডিজাইনের কন্ট্রোল সেন্টার পাওয়া যাবে। আবার ব্যাটারি ব্যাকআপ বাড়াবে এই আপডেট। কম আলোয় দুর্দান্ত ফটো ক্লিক করা যাবে। এছাড়া নতুন সফটওয়্যারে স্মার্ট নোটিফিকেশন ম্যানেজমেন্ট ও AI-চালিত ফটো এডিটিং ফিচার পাওয়া যাবে।
নতুন আপডেট ইনস্টল করবেন কীভাবে
আপনার POCO F5 ফোনে আপডেট এসেছে কিনা চেক করার জন্য প্রথমে Settings > About phone > System update-এ গিয়ে “Check for updates” অপশনটি দেখুন। আপডেট চলে এলে ডাউনলোড ও ইনস্টল করুন এবং শেষে ফোনটি রিস্টার্ট করুন।