দলে একাধিক পরিবর্তন! গুজরাটের বিরুদ্ধে নামার আগে চ্যালেঞ্জের মুখে কলকাতা নাইট রাইডার্স

আজ সোমবার ইডেন গার্ডেনসে শুভমন গিলের গুজরাট টাইটানসের (GT) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে চাপের মুখে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। পরপর তিনটি ম্যাচে জয় পাওয়া আত্মবিশ্বাসে ভরপুর টাইটানসের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে খেলার সুবিধা থাকলেও, রাহানেদের সাম্প্রতিক পারফরম্যান্স দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
রবিবার দলের অনুশীলন শুরু হওয়ার আগেই স্পিন জুটি ভরুণ চক্রবর্তী ও সুনীল নারাইন কে স্পিন কোচ কার্ল ক্রোয়ের নেতৃত্বে আলাদা সেশন করতে দেখা যায়। তবে ইডেনের পিচের চরিত্র অনুযায়ী সোমবার স্পিনাররা কতটা সহায়তা পাবে, তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে। পিচে ঘাসের ভালো রকমের আস্তরণ দেখা গেছে, যা মূলত পেসারদের সাহায্য করবে। এটি সেই একই পিচ যেখানে নাইটরা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলেছিল।
মাঠ প্রস্তুতি নিয়ে নাইটদের কিছু সুপারিশ থাকলেও, রাজ্য ক্রিকেট সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) বিসিসিআইয়ের নির্দেশিকা অনুসারে কাজ করবে বলেই স্পষ্ট করেছে। যদিও ম্যাচ শুরুর আগে কিছুটা ঘাস ছাঁটার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
যদিও পরিস্থিতি যাইহোক কেকেআরের ভরসা সেই স্পিন জুটি নারাইন ও বরুণ। তারাই বেগ দিতে পারে টাইটানসের শক্তিশালী ব্যাটিং লাইনআপ কে। অন্যদিকে, নাইট শিবিরে চোট সমস্যা দেখা দিয়েছে। রিঙ্কু সিং থ্রোডাউন নেওয়ার সময় ডান পাঁজরে চোট পেয়েছেন, ভেঙ্কটেশ আইয়ার কে ডান হাঁটুতে বরফের সেঁক দিতে দেখা গেছে, আর পেসার বৈভব অরোরা হাতে চোট পান অনুশীলনে রাসেলের একটি শট থামাতে গিয়ে।
ফলে আজ কলকাতা নাইট রাইডার্সের দলে পরিবর্তন দেখা যাবে। কুইন্টন ডি ককের পরিবর্তে রহমানুল্লাহ গুরবাজ কিংবা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রোভম্যান পাওয়েলকে খেলানো হবে। আন্দ্রে রাসেলের ফর্ম হতাশাজনক হওয়ায় বিকল্প ভাবনায় কোচ চন্দ্রকান্ত পন্ডিত ও টিম ম্যানেজমেন্ট।