শুরু হল রিয়েলমি কার্নিভাল সেল, ৪০০০ টাকা পর্যন্ত ছাড়ে Realme P3 Pro 5G সহ একাধিক ফোন

Realme তাদের জনপ্রিয় P সিরিজের স্মার্টফোনগুলি কম দামে কেনার সুযোগ দিচ্ছে। ২২ এপ্রিল থেকে শুরু হওয়া রিয়েলমি কার্নিভাল সেলে Realme P3 5G ও Realme P3 Pro 5G ডিভাইস দুটি সাশ্রয়ী মূল্যে বিক্রি হবে। রিয়েলমির তরফে জানানো হয়েছে এই সিরিজের স্মার্টফোনগুলির বিক্রি ইতিমধ্যেই ২০ লক্ষ ছাড়িয়ে গেছে। রিয়েলমির নিজস্ব ওয়েবসাইটের (Realme.com) পাশাপাশি ই-কমার্স সাইট Flipkart-এ ২৪ এপ্রিল পর্যন্ত কার্নিভাল সেলটি চলবে।
রিয়েলমি কার্নিভাল সেলে ফোনের উপর বাম্পার অফার
Realme P3 Pro 5G: প্রিমিয়াম ফিচার সহ আসা রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনটি সেলে ৪,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ সেলে কেনা যাবে। এতে আছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর এবং গ্লো-ইন-দ্য-ডার্ক ডিজাইন। ডিসকাউন্টের পর ফোনটি ১৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ৩০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
ফিচারের কথা বললে রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে আছে ৫০ মেগাপিক্সেল OIS প্রাইমারি ক্যামেরা, AI নাইট মোড, এবং স্মার্ট AI পোর্ট্রেট ফিচার। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে কার্ভড ডিসপ্লে এবং IP66/IP68/IP69 রেটিং উপস্থিত
Realme P3 5G: বাজেট রেঞ্জের রিয়েলমি পি৩ ৫জি ফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১০০০ টাকার ব্যাঙ্ক ছাড় সহ ১৫,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেল ২০০০ টাকার ছাড়ে একই দামে অর্থাৎ ১৫,৯৯৯ টাকায় নিজের করা যাবে।
এই স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে জিটি বুস্টার, এআই মোশন কন্ট্রোল ও এআই আল্ট্রা টাচ কন্ট্রোল ফিচার রয়েছে। এটি IP69 রেটিং সহ এসেছে।