বড় ব্যাটারি, AMOLED ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, কম বাজেটে লঞ্চ হল Oppo K13 5G

প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হল Oppo K13 5G। এর দাম রাখা হয়েছে ২০,০০০ টাকার কম। এই স্মার্টফোনের মূল আকর্ষণ ৭০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া এই অপ্পো ফোনে স্ন্যাপড্রাগন ৬ সিরিজের প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও বড় AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। আসুন Oppo K13 5G এর সমস্ত স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Oppo K13 5G এর দাম ও অফার
আপ্পো কে১৩ ৫জি দুটি কালারে এসেছে প্রিজম ব্ল্যাক ও আইসি পার্পেল। এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৯,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে HDFC, ICICI ও SBI ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এর সাথে পাওয়া যাবে এক্সচেঞ্জ বোনাসের। আপ্পো কে১৩ ৫জি এর সেল শুরু হবে ২৫ এপ্রিল ২০২৫ থেকে। এটি Oppo Store, Flipkart ও অফলাইন স্টোর থেকে কেনা যাবে।
Oppo K13 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
আপ্পো কে১৩ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K, ব্রাইটনেস লেভেল ১২০০ নিটস এবং রিফ্রেশ রেট ১২০ হাটর্জ। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট ও অ্যাড্রেনো ৮১০ জিপিইউ।
Oppo K13 5G ডিভাইসে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলে।
ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। Oppo K13 5G এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ব্লুটুথ ৫.৩, IP65 রেটিং, ডুয়াল সিম সাপোর্ট, স্টেরিও স্পিকার এবং ইনফ্রারেড সেন্সর।