টেক্কা দেবে DSLR কে, Vivo X200 Pro Mini ফোনের নতুন লাইট পার্পেল কালার এডিশন লঞ্চ হল

ভিভো গতকাল চীনে Vivo X200 Pro Mini-এর একটি নতুন লাইট পার্পেল (Light Purple) এডিশন লঞ্চ করেছে। নতুন কালার ছাড়া ফোনের হার্ডওয়্যারে কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ আগের মতোই ডিভাইসটি প্রিমিয়াম ফিচার অফার করবে। এই স্মার্টফোনের সাথে গতকাল Vivo X200 Ultra এবং Vivo X200s মডেলদুটিও লঞ্চ হয়েছে। আসুন নয়া এডিশনের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo X200 Pro Mini লাইট পার্পেল কালার ভ্যারিয়েন্টের দাম

ভিভো এক্স২০০ প্রো মিনি লাইট পার্পেল কালার এডিশনের ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৪,৪০০ টাকা), ১২ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৪৯৯৯ ইউয়ান (প্রায় ৫৭,৯০০ টাকা)। আবার এর ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি এবং ১ টিবি ভ্যারিয়েন্ট কিনতে যথাক্রমে খরচ হবে ৫২৯৯ ইউয়ান (প্রায় ৬১,৪০০ টাকা) ও ৫৭৯৯ ইউয়ান (প্রায় ৬৭,২০০ টাকা)

Vivo X200 Pro Mini এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো এক্স২০০ প্রো মিনি ডিভাইসে পাওয়া যাবে ৬.৩১ ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে, যার রেজোলিউশন ২৬৪০×১২১৬ পিক্সেল। এর সর্বোচ্চ ব্রাইটনেস ৪৫০০ নিটস। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ভিভোর নিজস্ব ব্লু ক্রিস্টাল চিপ দেওয়া হয়েছে। অরিজিন ওএস ১৫ অপারেটিং সিস্টেমে চলে এই ফোনে লাইভ ফটো সহ বিভিন্ন ফিচার সাপোর্ট করবে।

ক্যামেরার কথা বললে, ভিভো এক্স২০০ প্রো মিনি এর সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা (Samsung S5KKD1 সেন্সর) পাওয়া যাবে। আবার পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এতে তিনটিই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা: প্রাইমারি সেন্সর ওআইএস সহ Sony LYT-818, আল্ট্রা-ওয়াইড লেন্স (Samsung S5KJN1), এবং পেরিস্কোপ টেলিফটো লেন্স (Sony LYT-600 ও ওআইএস সহ)।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৭০০ এমএএইচ ব্লু ওসান ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট ওয়্যার্ড এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটি স্টেরিও স্পিকার, এনএফসি, ইনফ্রারেড রিমোট, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং IP68 ও IP69 রেটিং সহ এসেছে।