কম দামে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ৬৫০০mAh ব্যাটারি, সেল শুরু iQOO Z10x 5G ফোনের

কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে iQOO Z10x 5G। আর আজ ২২ এপ্রিল ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। ই-কমার্স সাইট Amazon এবং iQOO India eStore থেকে ডিভাইসটি কেনা যাবে। সেল অফার হিসেবে ক্রেতারা লোভনীয় অফারের লাভ ওঠাতে পারবেন। উল্লেখ্য, iQOO Z10x 5G এবং iQOO Z10 5G স্মার্টফোন দুটি Z সিরিজের অধীনে একসঙ্গে ভারতে লঞ্চ হয়েছিল। বেস মডেলটি প্রথম সেলে মুহুর্তেই সোল্ড আউট হয়ে যায়। আজ এক্স মডেলটির সেল শুরু হচ্ছে।
iQOO Z10x 5G-র ভারতে দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট
ভারতে আইকো জেড১০এক্স ৫জি এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। আবার এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১৪,৯৯৯ টাকা। আর এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৬,৪৯৯ টাকা।
প্রথম সেলে অফার
প্রথম সেলে আইকো জেড১০এক্স ৫জি ফোনটি ১,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ পাওয়া যাবে। এর সাথে আছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার। এটি ইএমআই অপশনেও কেনা যাবে।
iQOO Z10x 5G-র ফিচার ও স্পেসিফিকেশন
আইকো জেড১০এক্স ৫জি স্মার্টফোনের সামনে আছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১২০ হার্টজ LCD ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। ফোনটি ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। এতে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট ও তিন বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
iQOO Z10x 5G ডিভাইসটি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। এতে আইপি৬৪ রেটিং এবং MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন আছে। ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটটির পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।