কয়েকমাসের অপেক্ষা! দুর্দান্ত ক্যামেরা ও ফাটাফাটি ফিচার সহ HMD Skyline 2 বাজারে আসছে

এইচএমডি (HMD) এবার তাদের Skyline ফোনের উত্তরসূরি নিয়ে হাজির হচ্ছে। চলতি বছরের জুলাই মাসে ডিভাইসটি লঞ্চ হতে পারে। ঠিক এক বছর আগে ২০২৪ সালের জুলাইয়ে এসেছিল প্রথম স্কাইলাইন স্মার্টফোনটি। আজ একটি নির্ভরযোগ্য সোর্স থেকে জানা গেছে, আসন্ন ডিভাইসটির নাম রাখা হবে HMD Skyline 2, যদিও হ্যান্ডসেটে “২” সংখ্যাটি সুপারস্ক্রিপ্ট আকারে লেখা থাকবে।

তবে এছাড়া আপকামিং ডিভাইসটি সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি। তবে আমাদের বিশ্বাস, শীঘ্রই HMD Skyline 2 কে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাবে এবং সেখান থেকে এর স্পেসিফিকেশন জানা যাবে।

HMD Skyline এর স্পেসিফিকেশন

এইচএমডি স্কাইলাইন ফোনে আছে ৬.৫৫ ইঞ্চির P-OLED ডিসপ্লে, যা ১০৮০x২৪০০ পিক্সেল রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১,০০০ নিটস ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (২x অপটিক্যাল জুম) ও ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এটি ৮/১২ জিবি র‌্যাম ও ১২৮/২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।