ভারত থেকে লক্ষ লক্ষ iPhone রপ্তানি করছে Apple, Google-ও প্রস্তুত Pixel ফোন রপ্তানিতে

টেক জায়ান্ট গুগল ভারতকে তাদের পরবর্তী ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার জন্য নয়া পদক্ষেপ নিতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, গুগল এবার Pixel স্মার্টফোনের উৎপাদন ভিয়েতনাম থেকে ভারত সরানোর পরিকল্পনা করছে। গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইতিমধ্যেই এই সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধান সাপ্লায়ার্সের সঙ্গে বৈঠকে বসেছে। গুগল চাইছে ভারতে বিক্রি হওয়া সমস্ত ডিভাইস এদেশেই তৈরি করতে এবং সরকারের থেকে সুবিধা নিতে।
এখন কম সংখ্যয় Pixel স্মার্টফোন এদেশে তৈরি হয়
এই মুহূর্তে ভারতে পিক্সেল স্মার্টফোনের কম ইউনিট উৎপাদন হচ্ছে। প্রতি মাসে প্রায় ৪৫,০০০ ইউনিট পিক্সেল ফোন ভারতে তৈরি হয়, যার অধিকাংশই দেশে বিক্রি হয়। গুগল গত বছর Pixel 8 লঞ্চ করার পর ভারতে উৎপাদন প্রক্রিয়া শুরু করেছিল। গুগলের লক্ষ্য এই উৎপাদন আরও বাড়ানো।
এই সিদ্ধান্তের পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ, যুক্তরাষ্ট্রের চীন থেকে আমদানি করা ইলেকট্রনিক প্রোডাক্টের উপর আরোপিত ট্যারিফ। মার্কিন প্রশাসনের ঘোষণা অনুযায়ী, চীন থেকে আমদানি করা প্রোডাক্টের ক্ষেত্রে ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হবে। যদিও ভারত ও ভিয়েতনামের উপর ট্যারিফের পরিমাণ অনেক কম, তাই ভারতে উৎপাদন বাড়িয়ে বিদেশে প্রোডাক্ট রপ্তানি করতে চাইছে অ্যাপল ও গুগলের মতো সংস্থা।
উল্লেখ্য, Apple ইতিমধ্যেই ভারতে তাদের iPhone উৎপাদন বাড়িয়েছে এবং লক্ষ লক্ষ আইফোন ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে। গুগলও ভারতীয় বাজারে উৎপাদিত পিক্সেল স্মার্টফোনগুলি এদেশে বিক্রির পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার পরিকল্পনা করছে।