দুর্ধর্ষ ৫২ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Sony Xperia 1 VII স্মার্টফোন

Sony তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন Xperia 1 VII শীঘ্রই লঞ্চ করতে চলেছে। এটি গত বছর মে মাসে আসা Xperia 1 VI এর উত্তরসূরি হিসেবে আসবে। সম্প্রতি এই স্মার্টফোনকে তাইওয়ানের ন্যাশনাল কমিউনিকেশন কমিশন (NCC) সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। এখান থেকে ডিভাইসটির কিছু লাইভ ছবি ও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। আসুন Sony Xperia 1 VII সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।

Sony Xperia 1 VII এর ছবি ও কালার অপশন ফাঁস

সনি এক্সপেরিয়া ১ VII দেখতে অনেকটা এক্সপেরিয়া ১ VI-এর মতো হবে। আসন্ন মডেলটি সনির সিগনেচার ডিজাইন ধরে রাখবে। ফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে – কালো, বেগুনি এবং একটি নতুন সবুজ শেড, যার নাম “নেভি গ্রিন”। বেগুনি রঙটি এক্সপেরিয়া ১ IV-এর পর ফের ফেরত আসছে।

Sony Xperia 1 VII এর অন্যতম আকর্ষণ হবে এর ক্যামেরা সেটআপ। এতে থাকবে তিনটি Exmor T সেন্সরযুক্ত রিয়ার ক্যামেরা। এই তিনটি সেন্সরের সাইজ ও রেজোলিউশন Xperia 1 VI-এর মতোই হবে। এই তিনটি ক্যামেরা হবে ৫২ মেগাপিক্সেল (যার কার্যকর রেজোলিউশন ৪৮ মেগাপিক্সেল), ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স।

যদিও এখনও পর্যন্ত Sony Xperia 1 VII এর প্রসেসর বা ব্যাটারি সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি। মনে করা হচ্ছে এই ফোনে ব্যবহার করা হবে কোয়ালকমের নতুন চিপসেট স্ন্যাপড্রাগন ৮ এলিট। এটি এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড প্রসেসর।

Photo Credit: sumahodigest.com