ভেজা হাতেও টাচ কাজ করবে, 7000mAh ব্যাটারি সহ আসা Oppo K13 5G লোভনীয় অফারে কিনুন

Oppo K13 5G কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছে। এরপর আজ এই ফোনের বিক্রি শুরু হল। এটি Flipkart এবং Oppo-র অফিসিয়াল ওয়েবসাইট কেনা যাবে। সেল উপলক্ষে ক্রেতারা লোভনীয় অফারের লাভ ওঠাতে পারবেন। Oppo K13 5G স্মার্টফোনে আছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা মাত্র ৫৬ মিনিটেই ফুল চার্জ হয়ে যায়। এর সঙ্গে আছে 80W সুপার ফাস্ট চার্জিং, শক্তিশালী চিপসেট এবং উন্নত ক্যামেরা সেটআপ।
Oppo K13 5G এর দাম ও ভ্যারিয়েন্ট
ওপ্পো কে১৩ ৫জি ডিভাইসে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৯,৯৯৯ টাকা। এটি আইসি পার্পল ও প্রিজম ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে। ব্যাঙ্ক অফারের মাধ্যমে ক্রেতারা ১,০০০ টাকা ছাড় পাবেন।
Oppo K13 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ওপ্পো কে১৩ ৫জি ফোনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং স্ক্রিন-টু-বডি রেশিও ৯২.২ শতাংশ। এর ডিসপ্লে ভেজা হাতে বা গ্লাভস পরে ব্যবহার করা যায়। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর উপস্থিত, সঙ্গে রয়েছে এড্রেনো এ৮১০ জিপিইউ।
ফটোগ্রাফির জন্য Oppo K13 5G হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরায় AI ক্ল্যারিটি এনহান্সার, রিফ্লেকশন রিমুভার, আনব্লার ও ইরেজার ২?০-এর মতো স্মার্ট ফিচার সাপোর্ট করে।
গেমিংয়ের জন্য এতে বড় ভেপার কুলিং চেম্বার ও গ্রাফাইট শিট উপস্থিত। ডিভাইসটি IP65 রেটিংপ্রাপ্ত, ফলে জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকবে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।