Realme Narzo 70 Turbo 5G লঞ্চ হবে 9 সেপ্টেম্বর, ডিজাইন ও ফিচার্স তাক লাগাবে

অবশেষে যাবতীয় জল্পনার অবসান৷ Realme Narzo 70 Turbo 5G স্মার্টফোনটির ভারতে লঞ্চ গত সপ্তাহেই কনফার্ম হয়ে গিয়েছিল৷ এবার লঞ্চের দিনক্ষণ অফিশিয়ালি ঘোষণা করল রিয়েলমি৷ এটি…

realme narzo turbo 5g india launch date september 9 confirmed

অবশেষে যাবতীয় জল্পনার অবসান৷ Realme Narzo 70 Turbo 5G স্মার্টফোনটির ভারতে লঞ্চ গত সপ্তাহেই কনফার্ম হয়ে গিয়েছিল৷ এবার লঞ্চের দিনক্ষণ অফিশিয়ালি ঘোষণা করল রিয়েলমি৷ এটি কোম্পানির নার্জো সিরিজের প্রথম টার্বো মডেল এবং নাম শুনেই পারফরম্যান্স ফোকাসড ফোন হবে বলে অনুমান করা হচ্ছে৷ তার উপর এতে থাকছে পাওয়ারফুল MediaTek Dimensity 7300 Energy প্রসেসর৷

Realme Narzo 70 Turbo 5G ভারতে কবে লঞ্চ হবে

Realme Narzo 70 Turbo 5G ভারতে 9 সেপ্টেম্বর লঞ্চ হবে৷ লঞ্চ ইভেন্টটি দুপুর 12টা থেকে শুরু হবে৷ আমাজন ইন্ডিয়া ও রিয়েলমির অনলাইন স্টোরে স্মার্টফোনটি পাওয়া যাবে৷ রিয়েলমি দাবি করেছে, এই ফোনে সেগমেন্টের ফাস্টেস্ট অর্থাৎ দ্রততম প্রসেসর থাকবে৷ যা হল Dimensity 7300 Energy এবং এটি আনটুট বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 7,50,000 স্কোর করেছে৷

আরও পড়ুন : itel Alpha Pro Smartwatch আই ওপাল অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হল, দাম 2 হাজার টাকার কম

কেমন স্পেসিফিকেশন ও ফিচার থাকবে

রিয়েলমি নার্জো 70 টার্বো 5G মোটরস্পোর্ট অনুপ্রাণিত ডিজাইনের সঙ্গে আসছে৷ পিছনে কালো ও হলুদ রঙের ব্যাক প্যানেল থাকবে৷ চৌকো ক্যামেরা মডিউলে তিনটি সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ মিলবে৷ ফোনটি 7.6 মিমি স্লিম হবে৷ ‘গেমিং এক্সসেলেন্স’ ফিচার টিজ করেছে রিয়েলমি৷ তবে এই নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি৷ ফোনটিতে কুলিং সিস্টেম থাকবে বলে অনুমান৷

আরও পড়ুন : পুজোর আগে Kawasaki Ninja 650 স্পোর্টস বাইকে বিশাল ছাড়, সস্তা থাকবে পুরো এক মাস

Realme Narzo 70 Turbo 5G পার্পেল ইয়েলো, ও গ্রীন কালার অপশনে আসবে৷ এটি চারটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে বলে খবর সামনে এসেছে – 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 128 স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ। এছাড়া, ক্যামেরা FV-5 লিস্টিং অনুযায়ী, ফোনটির পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকবে৷

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন