OnePlus স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, আসছে Android 16 আপডেট

OnePlus ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। জনপ্রিয় এই স্মার্টফোন ব্র্যান্ডটি শীঘ্রই একাধিক ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ১৬ (Android 16) আপডেট রোলআউট করতে চলেছে। যেখানে অন্যান্য অনেক ব্র্যান্ড এখনও অ্যান্ড্রয়েড ১৫ আপডেট এখনও পৌঁছে দিতে পারেনি, সেখানে OnePlus ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ১৬ বিটা ভার্সন রিলিজ করেছে। জানা গেছে, ২০২৫ সালের জুন মাসের মধ্যেই সংস্থাটি অ্যান্ড্রয়েড ১৬ এর স্টেবল ভার্সন নিয়ে আসবে।

কোন কোন OnePlus ফোনে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৬ আপডেট?

ওয়ানপ্লাস এখনও কোনো লিস্ট শেয়ার না করলেও, আমরা সংস্থার আপডেটের নীতির উপর ভিত্তি করে বলতে পারি যে OnePlus-এর ফ্ল্যাগশিপ সিরিজ, Nord সিরিজ এবং কিছু ট্যাবলেট ও ফোল্ডেবল ডিভাইস এই নতুন ওএসের আপডেট আসবে। নিচে অ্যান্ড্রয়েড ১৬ আপডেট পেতে চলা সম্ভাব্য ডিভাইসগুলোর লিস্ট দেওয়া হলো –

ফ্ল্যাগশিপ ফোন:

OnePlus 13, 13R, 13T

OnePlus 12, 12R

OnePlus 11, 11R

Nord সিরিজ:

OnePlus Nord 4

OnePlus Nord 3

OnePlus Nord CE 4

OnePlus Nord CE 4 Lite

ফোল্ডেবল ও ট্যাবলেট:

OnePlus Open

OnePlus Pad

OnePlus Pad 2

OnePlus-এর সফটওয়্যার আপডেটের নীতি

ওয়ানপ্লাস এখন তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসে চারটি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দেয়। OnePlus 11, 12 ও 13 মডেলে এই সুবিধা পাওয়া যাবে। এমনকি নতুন OnePlus 13R মডেলটিও চারটি বড় আপডেট পাবে, যেখানে আগে R সিরিজে তিনটি আপডেট আসতো।