দৈনন্দিন ইন্টারনেটে টান? এয়ারটেলের ৫০ জিবি পর্যন্ত ডেটা প্যাক এখন ১০০ টাকা থেকে শুরু

এয়ারটেল একাধিক আকর্ষণীয় ডেটা প্যাক অফার করে। এই প্ল্যানগুলি বিশেষভাবে তাদের জন্য আনা হয়েছে যাদের দৈনন্দিন ব্যবহারের জন্য রেগুলার প্ল্যানের ডেটা যথেষ্ট নয়। এয়ারটেলের এই ডেটা প্যাকগুলি (Airtel Data Pack) রিচার্জ করতে ১০০ টাকা থেকে ৪৫১ টাকা পর্যন্ত খরচ করতে হবে এবং এর পরিবর্তে পাওয়া যাবে ৫০ জিবি পর্যন্ত ডেটা ও বিভিন্ন OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন। তবে এই প্যাকগুলি কোনো কলিং বা এসএমএস বেনিফিট দেয় না।
এয়ারটেলের ৪৫১ টাকার ডেটা প্যাক
এয়ারটেলের ৪৫১ টাকার ডেটা রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩০ দিন এবং এখানে মোট ৫০ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এর সাথে রয়েছে তিন মাসের জিও হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন।
এয়ারটেলের ১৯৫ টাকার ডেটা প্যাক
এই প্ল্যানের মেয়াদ ৯০ দিন। গ্রাহকরা পাবেন ১৫জিবি ডেটা এবং তিন মাসের জন্য জিও হটস্টারের সাবস্ক্রিপশন।
এয়ারটেলের ১৮১ টাকার ডেটা প্যাক
৩০ দিনের ভ্যালিডিটি সহ আসা এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ১৫ জিবি ইন্টারনেট ডেটা পাবেন। এর সাথে রয়েছে ২২ টিরও বেশি OTT অ্যাপের ফ্রি অ্যাক্সেস।
এয়ারটেলের ১৪৯ টাকার ডেটা প্যাক
এটি এয়ারটেলের একটি টপ-আপ প্যাক। এই প্ল্যানটি বর্তমান প্ল্যানের মেয়াদের সমান পরিষেবা দেবে। এখানে ১ জিবি অতিরিক্ত ডেটার সঙ্গে ২২টিরও বেশি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন উপভোগ করা যাবে।
এয়ারটেলের ১০০ টাকার ডেটা প্যাক
এই এয়ারটেল প্যাকের ভ্যালিডিটি ৩০ দিন এবং এখানে ৫ জিবি ডেটা প্রদান করা হচ্ছে। এছাড়াও, গ্রাহকরা পাচ্ছেন ৩০ দিনের জন্য জিও হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন।