লঞ্চের পর আজ প্রথম সেল Vivo T3 Pro 5G ফোনের, 6000 টাকা পর্যন্ত অফার

Vivo T3 Pro 5G কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ দুপুর 12টা থেকে ফ্লিপকার্ট ও ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এর সেল শুরু হচ্ছে। প্রথম…

vivo t3 pro 5g first sale today at 12pm with offers price specifications details

Vivo T3 Pro 5G কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ দুপুর 12টা থেকে ফ্লিপকার্ট ও ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এর সেল শুরু হচ্ছে। প্রথম সেলে Vivo T3 Pro 5G এর সাথে আকর্ষণীয় অফার পাবেন ক্রেতারা। এর সাথে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। ফিচারের কথা বললে, এই স্মার্টফোনে আছে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, স্ন্যাপড্রাগন প্রসেসর এবং কার্ভড অ্যামোলেড ডিসপ্লে।

Vivo T3 Pro 5G প্রথম সেলে লোভনীয় অফারে কেনার সুযোগ

Vivo T3 Pro 5G ফোনের 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা। আর এর 8 জিবি র‌্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 26,999 টাকা। এটি দুটি রঙে পাওয়া যাবে – স্যান্ডস্টোন অরেঞ্জ এবং এমারেল্ড গ্রিন।

আরও পড়ুন:  Meizu Phone: মেইজুর নতুন ফোন হাজির IMEI ডেটাবেসে, থাকবে 5500mah ব্যাটারি

লঞ্চ অফার হিসেবে সেলে অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই ব্যাঙ্কের কার্ড ছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের সাহায্যে পেমেন্টে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে ভিভো টি3 প্রো 5জি ফোনের দুটি ভ্যারিয়েন্টের দাম কমে আসবে যথাক্রমে 21,999 টাকা এবং 23,999 টাকায়। এছাড়াও এর সাথে 3,000 টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে।

ভিভো টি3 প্রো 5জি এর স্পেসিফিকেশন ও ফিচার

অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চালিত ভিভো টি3 প্রো 5জি ফোনে আছে 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.67-ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর।

আরও পড়ুন: কোনো ক্রেডিট কার্ড দরকার নেই, সবাই পাবে OnePlus 12R এর সাথে 2000 টাকা ডিসকাউন্ট

ফটোগ্রাফির জন্য এর ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এই ক্যামেরায় প্রো, পোর্ট্রেট, নাইট, স্ন্যাপশট, ভিডিও, 50-মেগাপিক্সেল, প্যানো এবং আল্ট্রা এইচডি ডকুমেন্ট সাপোর্ট করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Vivo T3 Pro 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5500 এমএএইচ ব্যাটারি, যা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন