আইফোনের ২০ বছর পূর্তিতে চমক, Apple আনছে প্রথম Foldable iPhone

ফোল্ডেবল স্মার্টফোনের বাজার ধীরে ধীরে বড় হচ্ছে। Samsung, Huawei, Motorola, Vivo এবং Oppo-এর মতো জনপ্রিয় ব্র্যান্ড ইতিমধ্যেই একাধিক ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে। এছাড়া অন্যান্য ব্র্যান্ডও ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে পরীক্ষা করছে। এর মধ্যে অন্যতম Apple। ক্যালিফোর্নিয়াভিত্তিক টেক জায়ান্টটি তাদের প্রথম ফোল্ডেবল আইফোন (Foldable iPhone) ২০২৭ সালে লঞ্চ করতে পারে বলে শোনা যাচ্ছে।

Foldable iPhone লঞ্চ হতে পারে ২০২৭ সালে

নয়া একটি রিপোর্টে বলা হয়েছে, ২০২৭ সালটি Apple এর জন্য একটি বিশেষ বছর হতে চলেছে, কারণ সেবছরই আইফোন লঞ্চের ২০তম বৎসর হবে। এই উপলক্ষে সংস্থাটি তাদের প্রথম ফোল্ডেবল আইফোন বাজারে আনতে পারে বলে মনে করা হচ্ছে। স্মার্টফোন ইন্ডাস্ট্রির জনপ্রিয় বিশ্লেষক মিং-চি কুয়ো জানিয়েছেন, এই ডিভাইসটি বর্তমানে প্রাথমিক ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে এবং এটি ২০২৭ সালে লঞ্চ হতে পারে।

রিপোর্ট অনুযায়ী, আসন্ন ফোল্ডেবল আইফোনের ডিজাইন Samsung Galaxy Z Fold-এর মতো হবে। অর্থাৎ এটি বুক-স্টাইল ফোল্ডেবল ডিজাইন সহ আসবে। ফোনটির বাইরের দিকে ৫.৫ ইঞ্চি স্ক্রিন এবং ভেতরের দিকে ৭.৮ ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে থাকতে পারে, যা খোলার পর ট্যাবলেটের মতো অভিজ্ঞতা দেবে।

Apple তাদের অন্যান্য প্রোডাক্টের মতো এই ফোল্ডেবল ডিভাইসেও নজরকাড়া ডিজাইন, মিনিমাল ক্রীজ এবং লং লাস্টিং ব্যাটারি লাইফ দেবে। ডিসপ্লের জন্য ব্র্যান্ডটি LG অথবা Samsung-এর ফ্লেক্সিবল OLED প্যানেল ব্যবহার করতে পারে।