দাম কমছে এই দশ Xiaomi, Samsung, OnePlus স্মার্টফোনের, অ্যামাজন সামার সেলে ধামাকা অফার

অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Great Summer Sale। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার সহ কেনা যাবে। আর Amazon Prime মেম্বাররা এই সেলের সুবিধা একদিন আগে থেকেই উপভোগ করতে পারবেন। ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে অতিরিক্ত ছাড় মিলবে। আসুন অ্যামাজন গ্রেট সামার সেলের সেরা দশ স্মার্টফোন ডিল সম্পর্কে জেনে নেওয়া যাক।

Amazon Great Summer সেলে স্মার্টফোনের উপর অফার

অ্যামাজন গ্রেট সামার সেলে Samsung Galaxy S24 Ultra 5G মডেলটি ৮৪,৯৯৯ টাকায় কেনা যাবে, যার সঙ্গে মিলবে ৫,০০০ টাকার কুপন ডিসকাউন্ট। আবার অ্যাপলের জনপ্রিয় iPhone 15 মডেলটি সেলে মিলবে মাত্র ৫৭,৭৪৯ টাকায়। এর সাথে ব্যাঙ্ক অফার রয়েছে।

ভিভোর সাব ব্র্যান্ড iQOO-এর Neo 10R 5G ফোনটি অ্যামাজন গ্রেট সামার সেলে ২৪,৯৯৯ টাকায় এবং iQOO Z9s 5G ডিভাইসটি ১৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে। ওয়ানপ্লাস প্রেমী হলে OnePlus 13R ফোনটি ৩,০০০ টাকা ডিসকাউন্ট সহ ৩৯,৯৯৯ টাকায় কেনা যাবে, সাথে থাকবে বিনামূল্যে ইয়ারবাড। অপরদিকে OnePlus Nord CE 4 Lite 5G পাওয়া যাবে ১৫,৯৯৯ টাকায়।

স্যামসাং স্মার্টফোনের কথা বললে, Galaxy M35 5G মাত্র ১৩,৯৯৯ টাকায় এবং Galaxy A55 5G ডিভাইসটি ২৭,৯৯৯ টাকায় বিক্রি হবে। আবার Realme Narzo 80x 5G এবং Tecno Pop 9 যথাক্রমে ১১,৯৯৯ টাকায় এবং ৫,৪৯০ টাকায় পাওয়া যাবে। Xiaomi 14 Civi মডেলটি সেলে ৩২,৯৯৯ টাকায় মিলবে।