অপেক্ষার অবসান! Samsung Galaxy A06 লঞ্চ হল ভারতে, এত সস্তা যে সবাই কিনতে পারবে

Samsung Galaxy A06 ভিয়েতনামের পর লঞ্চ হল ভারতে। সাম্প্রতিক কালে এটাই দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির সবচেয়ে সস্তা স্মার্টফোন এবং একেবারে আমজনতার সাধ্যের মধ্যে এসেছে। MediaTek…

samsung galaxy a06 launched in india price rs 9999

Samsung Galaxy A06 ভিয়েতনামের পর লঞ্চ হল ভারতে। সাম্প্রতিক কালে এটাই দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির সবচেয়ে সস্তা স্মার্টফোন এবং একেবারে আমজনতার সাধ্যের মধ্যে এসেছে। MediaTek Helio G85 প্রসেসর, 50 মেগাপিক্সেল ক্যামেরা, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Android 14 ও 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে ফোনটিতে। চলুন Samsung Galaxy A06 এর দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A06 স্পেসিফিকেশন ও ফিচার্স

স্যামসাং-এর এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে 60 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির হাই ডেফিনিশন প্লাস ডিসপ্লে রয়েছে। Galaxy A05 মডেলের মতো এতেও Helio G85 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 4 জিবি র‍্যাম + 64 স্টোরেজ এবং 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। স্টোরেজ বাড়ানোর জন্য মেমরি কার্ডের সাপোর্ট বর্তমান।

আরও পড়ুন : Samsung Galaxy S25 সিরিজের সমস্ত ফোনে থাকবে অসীম শক্তিশালী Snapdragon 8 Gen 4 প্রসেসর

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A06-এর পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা উপস্থিত রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। কোম্পানি 2 বছর অপারেটিং সিস্টেম ও 3 বছর ধরে সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে। ফোনটির 5,000 এমএএইচ ব্যাটারি 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন : তুখোড় ফিচার সহ Redmi Note 14 5G, 14 Pro 5G ও Note 14 Pro Plus 5G ভারতে আসছে, দাম দেখে নিন

Samsung Galaxy A06 ভারতে কত টাকায় লঞ্চ হল

স্যামসাং এই ফোনের 4 জিবি + 64 জিবি স্টোরেজের দাম রেখেছে 9,999 টাকা। অন্যদিকে, 4 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে 11,4999 টাকা। ডিভাইসটি লাইট ব্লু, ব্ল্যাক, ও গোল্ড কালার অপশনে উপলব্ধ হবে। সেল ডেট বা কোন প্ল্যাটফর্মে পাওয়া যাবে, সেটা এখনও জানা যায়নি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন