প্রিমিয়াম এবং স্টাইলিশ ডিজাইনের সাথে Tecno Pova Curve 5G ভারতে লঞ্চ হচ্ছে

Tecno তাদের Pova সিরিজের নতুন স্মার্টফোন Pova Curve 5G ভারতে লঞ্চ করতে চলেছি। সম্প্রতি কোম্পানি এর একটি টিজার ভিডিও প্রকাশ করেছে, যেখানে এই নতুন ফোনটির রিয়ার ডিজাইন দেখা গেছে। জানা গেছে ডিভাইসটি শীঘ্রই ভারতে পা রাখতে চলেছে। Tecno Pova Curve 5G হ্যান্ডসেটটি প্রিমিয়াম এবং স্টাইলিশ ডিজাইনের সাথে আসবে।
Tecno Pova Curve 5G এর টিজার প্রকাশ
টিজার পোস্টারে টেকনো পোভা কার্ভ ৫জি এর সাইড প্রোফাইল স্পষ্টভাবে দেখা গেছে। এই ফোনটি কার্ভড ডিসপ্লে এজ সহ আসবে। ফোনটির ফ্রেম খুবই পাতলা হবে এবং এর পালিশড ফিনিশ এটিকে আরও সুন্দর এবং আর্কষণীয় করে তুলবে। ডিজাইনটি বিশেষভাবে তরুণ ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম অনুভূতি দেবে।
টেকনো পোভা কার্ভ ৫জি ফোনটির অন্যতম বৈশিষ্ট্য হবে এর অরেঞ্জ-এক্সেন্টযুক্ত বাটন, যা সম্ভবত পাওয়ার কী হতে পারে। এর পিছনে একটি বড় ক্যামেরা বাম্প দেখা গেছে, যার চারপাশে তিনটি ত্রিভুজাকৃতির LED ইউনিট উপস্থিত। এর পাশাপাশি একটি ক্যামেরা সেটআপও রয়েছে। ডিভাইসটি স্লিক ডিজাইন এবং স্টাইলিশ লুক প্রদান করা সত্ত্বেও এতে বড় ব্যাটারি থাকতে পারে।
Tecno Pova Curve 5G ফোনটি বিভিন্ন র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে। যদিও এখনও এর অন্যান্য স্পেসিফিকেশন জানা যায়নি, তবে এটি স্পষ্ট যে স্মার্টফোনটি ষষ নতুন ডিজাইন এবং শক্তিশালী ফিচারের সঙ্গে বাজারে আসবে।