Laptop Under 30K: সামার সেলে ৩০ হাজার টাকার কমে সেরা ল্যাপটপ, সুযোগ হাতছাড়া করবেন না

শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন নিয়ে এসেছে ‘গ্রেট সামার সেল’, যেখানে স্মার্টফোন, টিভি, স্মার্টওয়াচ, স্পিকার ছাড়াও ল্যাপটপ পাওয়া যাচ্ছে দারুণ ছাড়ে। বিশেষ করে যারা অনলাইন ক্লাস, ওয়ার্ক ফ্রম হোম বা সাধারণ ব্যবহারের জন্য একটি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য এই সেল এনেছে সুবর্ণ সুযোগ। এখানে আমরা ৩০ হাজার টাকার কমে সেলে বিক্রি হওয়া কয়েকটি সেরা ল্যাপটপ মডেল সম্পর্কে বলবো।
HP 15s (Intel Core i3)
এই ল্যাপটপটি অ্যামাজন গ্রেট সামার সেলে ২৮,২৪০ টাকায় পাওয়া যাচ্ছে। এতে আছে ১২তম প্রজন্মের ইন্টেল কোর i3 প্রসেসর, ৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ। সাথে পাওয়া যাবে ১৫.৬ ইঞ্চির বড় ডিসপ্লে, উইন্ডোজ ১১ ও এমএস অফিস ২০২১ প্রি-ইনস্টলড, এবং ভিডিও কলের জন্য HD ক্যামেরা।
ASUS Vivobook Go 14
মাত্র ২৪,৭৪০ টাকায় পাওয়া যাচ্ছে আসুস ভিভোবুক গো ১৪, যা এএমডি রাইজেন ৩ ৭৩২০ইউ প্রসেসর দ্বারা চালিত। এতে ৮ জিবি র্যাম ও ৫১২ জিবি এসএসডি স্টোরেজ ও ১৪ ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাবে। এটি উইন্ডোজ ১১ ও অফিস হোম ২০২৪ সহ এসেছে।
Acer Aspire Lite (Ryzen 5-5625U)
এই ল্যাপটপটি ২৯,৭৪০ টাকায় পাওয়া যাচ্ছে। এতে আছে এএমডি রাইজেন ৫-৫৬২৫ইউ প্রসেসর, ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ।
Acer Aspire Lite (Ryzen 3-5300U)
এই মডেলটির দাম ২৬,২৪০ টাকা। এতে আছে এএমডি রাইজেন ৩ প্রসেসর, ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি এসএসডি। যারা হালকা থেকে মাঝারি ধরনের কাজ করেন, তাদের জন্য এটি দুর্দান্ত চয়েস।