Amazon Great Summer Sale: সবচেয়ে কম দামে Samsung থেকে OnePlus ফোন, দেখুন সেরা অফারগুলো

এই গ্রীষ্মে স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে, এখনই সেরা সময়। কারণ অ্যামাজনে চলছে ‘গ্রেট সামার সেল’, যেখানে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোনে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। এই সেলে Samsung, Xiaomi, OnePlus, Realme ও Lava-র মতো ব্র্যান্ডের একাধিক স্মার্টফোন সবচেয়ে কম দামে কেনা যাচ্ছে। আসুন দেখে নিই কোন কোন ফোন এই সেলে সবচেয়ে কম দামে বাড়ি নিয়ে যাওয়া যাবে?

Samsung Galaxy M06 5G

স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনটি সেলে মাত্র ৭,৭৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ১২টি ৫জি ব্যান্ড সাপোর্ট, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। যারা স্বল্প বাজেটে দুর্দান্ত ৫জি ফোন খোঁজ করছেন, তাদের জন্য এটি হতে পারে আদর্শ।

Realme NARZO 80 Pro 5G

রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোনটি সেলে ১৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর, ৪৫০০ নিটস ব্রাইটনেসের ডিসপ্লে, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং এবং একটি বিশাল ৬০০০ এমএএইচ ব্যাটারি।

OnePlus Nord CE 4 Lite 5G

ওয়ানপ্লাসের এই ফোনের দাম ১৫,৯৯৯ টাকা। ডিভাইসে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত।

Lava Agni 3 5G

লাভা অগ্নি ৩ ৫জি ডিভাইসে ডুয়েল AMOLED স্ক্রিন উপস্থিত। এতে রয়েছে ডাইমেনসিটি ৭৩০০এক্স প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর দাম ১৬,২৪৯ টাকা।

Samsung Galaxy A55 5G

২৫,৯৯৯ টাকায় আসায় স্যামসাং-এর এই ফোনে রয়েছে এক্সিনস ১৪৮০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল রিয়ার ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও IP67 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া হয়েছে।