OnePlus Nord CE 5 এর অপেক্ষা শেষ, জুনেই বাজারে হাজির, পেল BIS থেকে ছাড়পত্র

ওয়ানপ্লাস বাজারে নতুন ফোন আনতে চলেছে, যার নাম OnePlus Nord CE 5। ইতিমধ্যেই ফোনটি TDRA এবং BIS-এর মতো গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। BIS সার্টিফিকেশন অনুযায়ী, ফোনটির মডেল নম্বর CPH2717। এর আগে কয়েকটা রিপোর্টে দাবি করা হয়েছিল যে, এটি ২০২৫ সালের মে মাসেই বাজারে আসতে পারে। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, OnePlus Nord CE 5 ফোনটি জুন মাসে লঞ্চ হবে।

OnePlus Nord CE 5 এর ডিসপ্লে ও পারফরম্যান্স

ওয়ানপ্লাস নর্ড সিই ৫ ফোনে থাকবে ফ্ল্যাট OLED ডিসপ্লে, যা ফুল HD+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসাটি ৮৩৫০ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭১০০ এমএএইচ বিশাল ব্যাটারি দেওয়া হবে। এই ডিভাইসে থাকবে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি।

ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস নর্ড সিই ৫ ডিভাইসে Sony Lytia 600 প্রাইমারি সেন্সর পাওয়া যাবে। সঙ্গে থাকবে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, যেটি হল Sony IMX355 সেন্সর। সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

OnePlus Nord CE 5 ফোনটি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে আসতে পারে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এছাড়া ডিভাইসটি হাইব্রিড সিম স্লট, IR ব্লাস্টার এবং একটি সিঙ্গেল স্পিকার সেটআপ সহ আসবে।