আমেরিকায় আইফোন তৈরি না করলে অ্যাপলকে দিতে হবে ২৫% শুল্ক, ট্রাম্পের হুঁশিয়ারি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি অ্যাপলকে যুক্তরাষ্ট্রে আইফোন তৈরি না করলে ২৫ শতাংশ ট্যারিফ চাপানোর কথা নিশ্চিত করেছে। ট্রাম্পের এই ঘোষণার পরই মার্কিন শেয়ারবাজারে ধস নামতে দেখা গেছে। প্রি-মার্কেট ট্রেডিংয়ে অ্যাপলের শেয়ার সর্বোচ্চ ৪ শতাংশ পর্যন্ত কমে গেছে।

ট্রাম্প সম্প্রতি Truth Social পোস্টে লিখেছেন, “আমি অনেক আগেই টিম কুককে জানিয়েছি, আমি চাই যে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া প্রতিটি আইফোন যুক্তরাষ্ট্রেই তৈরি হোক, ভারতের মতো অন্য কোনো দেশে নয়। যদি তা না হয়, অ্যাপলকে অন্তত ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।”

এই ঘোষণার ফলে চাপে পড়েছে অ্যাপল। কারণ, কোম্পানিটি প্রধানত চীন এবং এশিয়ার অন্যান্য দেশে আইফোন তৈরি করে। আর যুক্তরাষ্ট্রে এখনও এমন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং উৎপাদন দক্ষতা গড়ে ওঠেনি, যা চীনের বিকল্প হতে পারে।

ট্রাম্প শুধু অ্যাপলের জন্যই নয়, ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপরও ৫০ শতাংশ ট্যারিফ আরোপের হুমকি দিয়েছেন, যা আগামী ১ জুন থেকে কার্যকর হতে পারে।
এদিকে, অ্যাপল এখনও প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিক্রিয়া জানায়নি। তবে, এর আগে কোম্পানিটি জানিয়েছিল যে, ট্যারিফ বৃদ্ধির কারণে তাদের চলতি কোয়ার্টারে ৯০০ মিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হতে পারে।

ট্রাম্প অভিযোগ করেছেন, অ্যাপল ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন কারখানা তৈরি করছে। তিনি টিম কুককে অনুরোধ করেছেন যেন এসব প্রকল্প বন্ধ করে যুক্তরাষ্ট্রে কারখানা তৈরি করা হয়। এই কারণে অ্যাপল যুক্তরাষ্ট্রে আগামী চার বছরে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে।