সবচেয়ে সস্তায় ৫৫ ইঞ্চি Smart TV, এখানে পাওয়া যাচ্ছে বাম্পার ডিসকাউন্ট

বিনোদনের জগতে স্মার্ট টিভি একটি অপরিহার্য অংশ। বড় স্ক্রিনে সিনেমা, ওয়েব সিরিজ, লাইভ ম্যাচ বা ইউটিউব কনটেন্ট উপভোগ করতে অনেকেই এখন স্মার্ট টিভির উপর ভরসা রাখেন। আপনিও যদি এই দলে থাকেন তাহলে ৩০ হাজার টাকার কমে একাধিক স্মার্ট টিভির বিকল্প পেয়ে যাবেন। এই দামে ৫৫ ইঞ্চি স্ক্রিন সাইজের স্মার্ট টিভি কেনার সুযোগ রয়েছে। অ্যামাজন থেকে আপনি টিভিগুলো কিনে নিতে পারবেন। আসুন কোন কোন ৫৫ ইঞ্চি টিভি ৩০ হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।
Karbonn ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি
কার্বন-এর এই ৫৫ ইঞ্চি স্মার্ট টিভিটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে মাত্র ২৯,৪৯০ টাকায়। এতে রয়েছে 4K Ultra HD প্যানেল। টিভিটি ২০ ওয়াট সাউন্ড আউটপুট দেবে। এটি অ্যান্ড্রয়েড টিভি OS-এ চলে এবং এতে রয়েছে বিভিন্ন OTT অ্যাপ সাপোর্ট ও কানেক্টিভিটি অপশন।
Wobble ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি
Wobble ব্র্যান্ডের এই টিভিটি ২৮,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এতে রয়েছে 4K Ultra HD OLED প্যানেল। টিভিটি ২০ ওয়াট সাউন্ড আউটপুট দেবে। এটি গুগল টিভি OS-এ চলে। সথে পাওয়া যাবে অনেক OTT অ্যাপ ও স্মার্ট ফিচার।
SKYWALL ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি
SKYWALL-এর টিভিটি তুলনামূলক কম দামে, অর্থাৎ মাত্র ২৭,৯৯৯ টাকায় উপলব্ধ। এতে 4K Ultra HD ডিসপ্লে এবং ৩০ ওয়াট সাউন্ড আউটপুট পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড টিভি OS-এ চলে।
Foxsky ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি
Foxsky-এর এই ৫৫ ইঞ্চি মডেলটির দাম ২৮,৯৯৯ টাকা। এতে রয়েছে 4K Ultra HD প্যানেল এবং ৩০ ওয়াট সাউন্ড আউটপুট। এটি গুগল টিভি OS-এ চলে। এই স্মার্ট টিভিতে প্রি-ইনস্টল করা বিভিন্ন জনপ্রিয় OTT অ্যাপ উপস্থিত।
VW ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি
VW ব্র্যান্ডের এই মডেলটি সবচেয়ে কম দামে, মাত্র ২৮,৪৯৯ টাকায় উপলব্ধ। এতে রয়েছে 4K Ultra HD রেজোলিউশন এবং ৩০ ওয়াট সাউন্ড আউটপুট। এটি গুগল টিভি অপারেটিং সিস্টেমে চলে।