আর ফোনে আসবে না স্প্যাম কল ও মেসেজ, TRAI DND অ্যাপ কীভাবে ব্যবহার করবেন জেনে নিন

সারাদিন অসংখ্য অনাকাঙ্ক্ষিত প্রোমোশনাল কল ও স্প্যাম মেসেজ আমাদের জীবনে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যস্ত সময়ের মধ্যে বা কখনও ঘুমের সময় অথবা গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে এমন কল ও মেসেজ এসে আমাদের মনোযোগ নষ্ট করে। কিন্তু এই সমস্যার সহজ সমাধান নিয়ে হাজির হয়েছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI)। তারা তৈরি করেছে একটি মোবাইল অ্যাপ, যার নাম TRAI DND (Do Not Disturb)।

এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস – উভয় প্ল্যাটফর্মের জন্য বিনামূল্যে পাওয়া যায়। সম্প্রতি প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-এর পক্ষ থেকেও এই অ্যাপটির কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

TRAI DND অ্যাপ কীভাবে কাজ করে?

TRAI DND অ্যাপের কাজ হল মোবাইল ব্যবহারকারীদেরকে টেলিমার্কেটিং কল ও স্প্যাম মেসেজ থেকে রক্ষা করা। এর মাধ্যমে মানুষ নিজেদের পছন্দ অনুযায়ী কল ও মেসেজ ব্লক বা অনুমোদন করতে পারেন। ব্যবহারকারী চাইলে সরাসরি তাদের টেলিকম অপারেটরের কাছে স্প্যাম সংক্রান্ত অভিযোগও জানাতে পারেন।

অ্যাপ ব্যবহারের পদ্ধতি

১. অ্যাপ ডাউনলোড ও ইনস্টল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ‘TRAI DND’ সার্চ করে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন। আর iPhone ব্যবহারকারীদের অ্যাপ স্টোরের শরণাপন্ন হতে হবে।

২. রেজিস্ট্রেশন ও OTP ভেরিফিকেশন

এবার আপনাকে আপনার মোবাইল নম্বর রেজিস্টার করতে হবে। একটি OTP পাঠানো হবে, সেটি ভেরিফাই করলেই অ্যাপটি ব্যবহার করা যাবে।

৩. অগ্রাধিকার নির্বাচন

আপনি চাইলে ফুল DND (Full DND) চালু করতে পারেন, এর ফলে সব ধরনের প্রোমোশনাল কল ব্লক হয়ে যাবে। আবার আংশিক DND (Partial DND) অপশনও রয়েছে।

৪. স্প্যাম রিপোর্ট

যদি কোনো স্প্যাম কল বা মেসেজ আসে, অ্যাপের ‘Report Spam’ অপশন থেকে সহজেই তা রিপোর্ট করা যায়। এটি সরাসরি টেলিকম অপারেটরের কাছে পৌঁছে যায়।