ভারতে লঞ্চের আগেই ছাড়পত্র পেল Vivo X200 FE, 50MP প্রাইমারি সেন্সর সহ পাওয়া যাবে ফাটাফাটি ক্যামেরা

ভিভো তাদের X সিরিজের নতুন স্মার্টফোন Vivo X200 FE নিয়ে কাজ করছে। ডিভাইসটি ইতিমধ্যেই থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। আজ আবার এটি ভারতীয় ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটেও অন্তর্ভুক্ত হয়েছে। ফলে ধারণা করা যাচ্ছে, Vivo X200 FE খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে।
BIS সার্টিফিকেশন অনুযায়ী, নতুন ভিভো ফোনটির মডেল নম্বর V2503। যদিও এতে কী কী স্পেসিফিকেশন থাকবে তা সার্টিফিকেশন সাইট থেকে জানা যায়নি। তবে একাধিক রিপোর্ট থেকে Vivo X200 FE এর সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন সামনে এসেছে।
রিপোর্ট অনুযায়ী, ভিভো এক্স২০০ এফই ডিভাইসে থাকতে পারে ৬.৩১ ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন হতে পারে 1.5K এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে – ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই চিপসেট ব্যবহার করা হতে পারে।
ফটোগ্রাফির জন্য ভিভো এক্স২০০ এফই ফোনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স। রিয়ার ক্যামেরায় থাকতে পারে OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সাপোর্ট। সেলফির জন্য এতে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X200 FE ডিভাইসে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।