Infinix Hot 50 5G দশ হাজার টাকার কমে 48 মেগাপিক্সেল ক্যামেরা ও AI ফিচার সহ লঞ্চ হল

ইনফিনিক্স আজ ভারতে Infinix Hot 50 5G স্মার্টফোন লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে 9,999 টাকা থেকে। আর এই ফোনে ডেপ্থ সেন্সর সহ 48 মেগাপিক্সেল…

infinix hot 50 5g launched in india price starts rs 9999 with ai camera specifications

ইনফিনিক্স আজ ভারতে Infinix Hot 50 5G স্মার্টফোন লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে 9,999 টাকা থেকে। আর এই ফোনে ডেপ্থ সেন্সর সহ 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট এবং এআই ওয়ালপেপার জেনারেটর, এআই ক্যাম, এআই চার্জ, এআই অ্যাপ বুস্ট, এআই ব্যাটারি প্রোটেকশনের মতো এআই ফিচার উপস্থিত। আসুন Infinix Hot 50 5G এর সমস্ত স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Hot 50 5G এর ভারতে দাম

ইনফিনিক্স হট 50 5জি এর 4 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। আর এই স্মার্টফোনের 8 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা। এটি স্লিক ব্ল্যাক, ভাইব্রেন্ট ব্লু, সেজ গ্রিন এবং ড্রিমি পার্পল (ভেগান লেদার) কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে‌।

ইনফিনিক্স হট 50 5জি এর প্রথম সেল 9 সেপ্টেম্বর ফ্লিপকার্ট থেকে শুরু হবে। লঞ্চ অফার হিসেবে প্রথম সেলে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 1,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।

আরও পড়ুন : Poco M7 Pro 5G: সস্তায় আসছে পোকোর নতুন 5G ফোন, লঞ্চের আগেই ফাঁস হল ছবি

Infinix Hot 50 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

Infinix Hot 50 5G ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত। আর এর চারটি রঙের মধ্যে ড্রিমি পার্পলে রয়েছে লেদার ব্যাক প্যানেল। বাকি তিনটির পিছনের প্যানেল সাধারণ।

স্পেসিফিকেশনের কথা বললে এই ডিভাইসে আছে 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.7-ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। আর Infinix Note 40 এর মতো এতে ইন্টারেক্টিভ UI সহ ডায়নামিক বার দেখা যাবে। পারফরম্যান্সের জন্য Infinix Hot 50 5G হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছে, যার সাথে 8 জিবি পর্যন্ত র‌্যাম ও 128 জিবি স্টোরেজ যুক্ত আছে। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক এক্সওএস 14 সফটওয়্যারে চলবে।

আরও পড়ুন : দেশীয় ব্র্যান্ড Cellecor সবার জন্য আনছে নতুন 5G স্মার্টফোন সহ ল্যাপটপ সিরিজ

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Hot 50 5G স্মার্টফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আর ডিভাইসটি টাইপ সি চার্জিং পোর্ট সহ এসেছে।

ক্যামেরার কথা বললে, ইনফিনিক্সের এই ফোনে 12 টিরও বেশি ক্যামেরা মোড সহ 48-মেগাপিক্সেল ডুয়াল-রিয়ার ক্যামেরা বর্তমান। আর সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এর ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরার জন্যই এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন