Oppo Reno 14 সিরিজ জুলাইয়ে ভারতে আসছে, জেমিনি এআই সহ থাকবে দুর্দান্ত ক্যামেরা

Oppo এবার Reno 14 সিরিজের গ্লোবাল লঞ্চের প্রস্তুতি নিতে শুরু করেছে। ভারতে এই স্মার্টফোন সিরিজটি লঞ্চের পরপরই পাওয়া যাবে। সম্প্রতি জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার, টেক ওয়েবসাইট SmartPrix- কে জানিয়েছে, Oppo Reno 14 সিরিজ আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে ভারতে পা রাখতে চলেছে।

এই সিরিজের একটি ফোনের পার্ল হোয়াইট ভার্সনের লাইভ ছবিও ফাঁস হয়েছে। ছবি অনুযায়ী ডিভাইসটির পিছনে ৩ডি প্যাটার্নযুক্ত ডিজাইন ও মেটাল ফ্রেমের প্রিমিয়াম বিল্ড দেখা যাবে। এটি দুটি কালার অপশনে ভারতে আসবে বলে জানা গেছে।

Oppo Reno 14 সিরিজে গুগলের সহযোগিতায় উন্নত এআই প্রযুক্তি জেমিনি এআই থাকবে। এই ফিচার ওপ্পোর বেশকিছু নিজস্ব অ্যাপ যেমন Notes, Calendar ও Clock-এর সাথে কাজ করবে। এরফলে ব্যবহারকারীরা সহজ ও স্বয়ংক্রিয় ভাবে দৈনন্দিন কাজ শেষ করতে পারবে।

Oppo Reno 14 সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার

চীনে ইতিমধ্যেই ওপ্পো রেনো ১৪ সিরিজ লঞ্চ হয়েছে। এর মধ্যে রেনো ১৪ মডেলে আছে ৬.৭ ইঞ্চি OLED ডিসপ্লে,‌যার রেজোলিউশন হবে ১.৫কে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট দ্বারা চালিত, আর রেনো ১৪ প্রো মডেলে ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেটে।

এই সিরিজে রয়েছে সর্বোচ্চ ১৬ জিবি LPDDR5x র‌্যাম ও ১ টিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ। ফটোগ্রাফির জন্য রেনো ১৪ মডেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলো হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ), ৫০ মেগাপিক্সেল টেলিফটো (৩.৫x অপটিক্যাল জুম) সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স।

প্রো মডেলে ৮ মেগাপিক্সেলের বদলে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল অটোফোকাসযুক্ত সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি সম্পর্কে বললে, রেনো ১৪ মডেলে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর প্রো মডেলে রয়েছে আরও ২০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি সহ ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।

Oppo Reno 14 সিরিজটি আইপি৬৮/৬৯ রেটিং সহ আসায় ডাস্ট ও ওয়াটারপ্রুফ হবে। মডেলগুলোতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ডুয়াল স্পিকার উপস্থিত। এগুলো অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালার ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।