লোভনীয় অফারে অতি সস্তায় Vivo T3 Lite 5G, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

ক্রেতাদের মধ্যে এখন বাজেটের মধ্যে অত্যাধুনিক ফিচারযুক্ত স্মার্টফোনের চাহিদা দ্রুত বাড়ছে। এই দলে যদি আপনিও থাকেন এবং ১১ হাজার টাকার কাছাকাছি মূল্যে ফিচারে ঠাসা কোনো লেটেস্ট 5G ফোন খুঁজে থাকেন, তাহলে Vivo T3 Lite 5G বেছে নিতে পারেন। অ্যামাজনে এই স্মার্টফোনটি আকর্ষণীয় অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ আরও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে।

Vivo T3 Lite 5G এর মূল্য ও অফার

ভিভো টি৩ লাইট ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজনে ১১,৭৪৪ টাকা। তবে ব্যাঙ্ক অফারে অতিরিক্ত ১ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ এটি ১০,৭৪৪ টাকায় কেনা যাবে। এছাড়াও, ৩৫২ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। অ্যামাজনে ভিভো টি৩ লাইট ৫জি এর সাছে এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে।

Vivo T3 Lite 5G এর ফিচার ও পারফরম্যান্স

ভিভো টি৩ লাইট ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৫৬ ইঞ্চি HD+ ডিসপ্লে, যার রেজোলিউশন ১৬১২x৭২০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস ৮৪০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর।

ফটোগ্রাফির জন্য Vivo T3 Lite 5G ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪ কাস্টম স্কিনে চলবে। সিকিউরিটির জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে আইপি৬৪ রেটিং থাকায় ধুলো ও জলের ছিটা প্রতিরোধ করবে।