১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Alcatel V3 Classic 5G, V3 Pro ও V3 Ultra 5G ফোন, দাম কত

আলকাটেল সম্প্রতি ভারতে Alcatel V3 5G সিরিজের স্মার্টফোন লাইনআপ লঞ্চ করল, যার অধীনে V3 Classic 5G, V3 Pro 5G, এবং V3 Ultra 5G ফোন তিনটি এসেছে। এই সিরিজের দাম শুরু হয়েছে মাত্র ১২,৯৯৯ টাকা থেকে। তিনটি ফোনেই পাওয়া যাবে দুর্দান্ত ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ও ১০৮ মেগাপিক্সেল পর্যন্ত রিয়ার ক্যামেরা। তিনটি হ্যান্ডসেট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
Alcatel V3 Classic 5G, V3 Pro 5G, এবং V3 Ultra 5G এর স্পেসিফিকেশন ও দাম
সদ্য লঞ্চ হওয়া Alcatel V3 Pro ও V3 Ultra মডেল দুটিতে আছে TCL-এর NXTPAPER ডিসপ্লে প্রযুক্তি, যা সাধারণ এলসিডি ডিসপ্লের তুলনায় চোখের উপর অনেক কম চাপ ফেলে। এতে রয়েছে ইনক পেপার ও কালার পেপার মোড, যা পড়া বা দীর্ঘক্ষণ ব্যবহারের ক্ষেত্রে চোখের খেয়াল রাখে।
প্রসেসরের দিক থেকে তিনটি মডেলেই ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ অক্টা-কোর চিপসেট। আর র্যাম ও স্টোরেজের ভিন্নতা থাকলেও, সবগুলো ফোনই LPDDR4X র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে।
এদিকে Alcatel V3 Classic 5G ডিভাইসে আছে ৬.৬৭-ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৫,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এই ফোনের দাম শুরু হয়েছে ১২,৯৯৯ টাকা থেকে।
আর V3 Pro 5G মডেলে রয়েছে ৬.৬৭-ইঞ্চি NXTPAPER ডিসপ্লে, ৮ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এতে অতিরিক্ত ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর যুক্ত করা হয়েছে। এর দাম ১৭,৯৯৯ টাকা।
এই সিরিজের সবচেয়ে উন্নত মডেল V3 Ultra 5G। এটি ৬.৭৮-ইঞ্চি ফুল এইচডি প্লাস NXTPAPER ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ এসেছে। সঙ্গে থাকছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, Stylus সাপোর্ট এবং বক্সে থাকা স্টাইলাস কলম দিয়ে ড্রইং বা নোট নেওয়া যাবে। এর দাম শুরু ১৯,৯৯৯ টাঅআ থেকে।
তিনটি মডেলই আগামী ২ জুন থেকে ফ্লিপকার্টের মাধ্যমে পাওয়া যাবে এবং প্রতিটি ফোনের সঙ্গে থাকছে চার্জার ও কভার। কালার অপশনের কথা বললে Classic মডেল পাওয়া যাবে কসমিক গ্রে ও হালো হোয়াইট কালারে, Pro মডেল এসেছে মাচা গ্রিন ও মেটালিক গ্রে কালারে এবং Ultra মডেল বেছে নেওয়া যাবে গোল্ড, হাইপার ব্লু ও ওসান গ্রে কালারের মধ্যে।