১৬ জিবি র্যাম, ৫০MP ক্যামেরা সহ লঞ্চ OnePlus Ace 5 Ultra ও Ace 5 Racing Edition

ওয়ানপ্লাস আজ তাদের Ace 5 সিরিজের অধীনে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করল – OnePlus Ace 5 Ultra এবং OnePlus Ace 5 Racing Edition। এই দুটি ডিভাইসই বাজেট রেঞ্জে এসেছে। এই সিরিজের দাম শুরু হয়েছে প্রায় ২১ হাজার টাকার মধ্যে। উভয় ফোনে আছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট ও ১৬ জিবি পর্যন্ত র্যাম। আপাতত চীনে লঞ্চ হয়েছে ডিভাইস দুটি। আসুন OnePlus Ace 5 Ultra এবং OnePlus Ace 5 Racing Edition এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।
OnePlus Ace 5 Ultra এর দাম:
ওয়ানপ্লাস এস ৫ আল্ট্রা এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪৯৯ ইউয়ান (দাম ২৯,৬০০ টাকা)। আবার ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৩৭৯৯ ইউয়ান (দাম ৪৫,০০০ টাকা)
OnePlus Ace 5 Racing Edition এর মূল্য:
এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৭৯৯ ইউয়ান (প্রায় ২১,৩০০ টাকা)। আবার ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৬০০ টাকা)।
দুটি ফোনই বর্তমানে চীনে বিক্রির জন্য উপলব্ধ। ওয়ানপ্লাস এস ৫ আল্ট্রা এসেছে বার্নিং টাইটেনিয়াম, ফ্যান্টম ব্ল্যাক ও ব্রিজি ব্লু কালারে। আর ওয়ানপ্লাস রেসিং এডিশন পাওয়া যাচ্ছে ওয়েভ হোয়াইট, ওয়াইল্ড গ্রিন ও রক ব্ল্যাক রঙে।
OnePlus Ace 5 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার
ওয়ানপ্লাস এস ৫ আল্ট্রা ডিভাইসে রয়েছে ৬.৮৩ ইঞ্চি বিশাল AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ডিসপ্লে ১৪০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র্যাম এবং ১ টিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ যুক্ত আছে।
ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস এস ৫ আল্ট্রা স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর উপস্থিত। সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
OnePlus Ace 5 Racing Edition এর বিশেষত্ব
ওয়ানপ্লাস এস ৫ রেসিং এডিশন ফোনে রয়েছে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই প্রসেসর। এটি ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।
ক্যামেরা বিভাগে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। আর সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।