OYO বা হোটেল বুকিংয়ে Aadhaar কার্ড দেওয়ার আগে অবশ্যই করুন এই কাজ, ঠকার ভয় থাকবে না

এখনকার সময় OYO রুম বা বিভিন্ন হোটেলর রুম বুক করতে চাইলে আধার কার্ডের কপি জমা রাখা হয়। যদিও আইনি ঝামেলা এড়াতে বা সিকিউরিটির দিক থেকে…

how to download masked aadhaar card allow in oyo and hotel booking

এখনকার সময় OYO রুম বা বিভিন্ন হোটেলর রুম বুক করতে চাইলে আধার কার্ডের কপি জমা রাখা হয়। যদিও আইনি ঝামেলা এড়াতে বা সিকিউরিটির দিক থেকে এটি একটি ভালো পদক্ষেপ। তবে এর কারণে আপনার সমস্যা বাড়তে পারে। কারণ আপনার জমা করা আধার কার্ড দিয়ে নতুন সিম নেওয়া বা ব্যাঙ্ক থেকে টাকা তোলার মতো কাজ করতে পারে অসাধু মানুষজন। তবে আপনি যদি OYO রুম বা হোটেলে রুম বুকিংয়ের সময় মাস্কড আধার কার্ড ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যা এড়ানো যেতে পারে। মাস্কড আধার কার্ডে (Masked Aadhaar Card) 12টির পরিবর্তে 8
4টি ডিজিট লেখা থাকে।

কীভাবে মাস্কড আধার কার্ড (Masked Aadhaar Card) ডাউনলোড করবেন

  • মাস্কড আধার কার্ড ডাউনলোড করতে চাইলে প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল পোর্টাল https:uidai.gov.in এ ভিজিট করতে হবে।
  • এর পরে আপনাকে My Aadhaar সেকশনে যেতে হবে।
  • এর পরে আপনাকে Download Aadhaar অপশনে গিয়ে আধার কার্ড নম্বর দিতে হবে এবং তারপরে ক্যাপচা কোড এন্টার করতে হবে।
  • এবার সেন্ড ওটিপি অপশনে ট্যাপ করতে হবে।
  • তারপর আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে এবং এটি সাবমিট করতে হবে
  • এরপর ডাউনলোড অপশন সিলেক্ট করতে হবে।

এখানে চেকবক্সে Download Masked Aadhaar বিকল্পে টিক চিহ্ন দিতে হবে।

তারপর সাবমিট অপশনে ক্লিক করলে মাস্কড আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে। এই মাস্কড আধার কার্ড পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত থাকবে।

মাস্কড আধার কার্ডের পাসওয়ার্ড কী লিখতে হবে?

মাস্কড আধার কার্ডের পাসওয়ার্ডের জন্য, আপনাকে ক্যাপিটালে আপনার নামের প্রথম চারটি অক্ষর এবং জন্ম তারিখের মাস এবং বছর লিখতে হবে।

মাস্কড আধার কার্ড কী?

এটিও একটি আধার কার্ড, তবে সুরক্ষার জন্য এতে আধার কার্ডের 8টি নম্বর লুকানো থাকে। অর্থাৎ আপনি মাত্র 4টি ডিজিট দেখতে পাবেন। এর ফলে কেউ আপনার আধার কার্ডের অপব্যবহার করতে পারবে না। মাস্কড আধার কার্ড আইডি হিসাবে ব্যবহার করা যেতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন