iPhone 16-কে টেক্কা দিতে পরের মাসেই আসছে Vivo X200 সিরিজ, থাকবে 200 মেগাপিক্সেল ক্যামেরা

আজ Apple বাজারে আনতে চলেছে iPhone 16 সিরিজ। আর অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডগুলিও এই সিরিজের ডিভাইসগুলিকে টেক্কা দিতে প্রস্তুত হচ্ছে। OnePlus ইতিমধ্যেই জানিয়েছে যে তাদের অক্টোবরে‌…

vivo x200 series to launch october with 200mp camera to take on iphone 16

আজ Apple বাজারে আনতে চলেছে iPhone 16 সিরিজ। আর অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডগুলিও এই সিরিজের ডিভাইসগুলিকে টেক্কা দিতে প্রস্তুত হচ্ছে। OnePlus ইতিমধ্যেই জানিয়েছে যে তাদের অক্টোবরে‌ লঞ্চ হতে চলা ফ্ল্যাগশিপ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া Xiaomi 15 সিরিজও একই সময়ে একই স্ন্যাপড্রাগন প্রসেসর সহ বাজারে আসবে।

এদিকে Wall Street China-র তরফে বলা হয়েছে যে, Vivo -ও আক্টোবরের শুরুতে X200 সিরিজ লঞ্চ করবে। যদিও এই সিরিজে ভিন্ন প্রসেসর দেওয়া হবে। এই সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগনের পরিবর্তে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসর ব্যবহার করা হবে।

আরও পড়ুন : বাজারে আসার আগেই সুপারহিট Huawei Mate XT, তিন‌ দিনের অর্ডার পার 30 লক্ষ

আপাতত জানা গেছে যে, Vivo X200 সিরিজের অধীনে দুটি ডিভাইস বাজারে আসবে – Vivo X200 ও Vivo X200 Pro। এরমধ্যে বেস মডেলে দেওয়া হবে 6.3 ইঞ্চি 1.5কে রেজোলিউশনের ওলেড ডিসপ্লে, যা 120 হার্টজরিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর ফটোগ্রাফির জন্য থাকবে 50 মেগাপিক্সেল সনি প্রাইমারি সেন্সর ও 3এক্স জুম আল্ট্রা ওয়াইড লেন্স। এটি 5500 বা 5600 এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে, যা ওয়্যারলেস ও ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন : Apple Intelligence: কিছুক্ষণ পরে লঞ্চ হচ্ছে iPhone 16 সিরিজ, থাকবে এই দশ AI ফিচার

এদিকে Vivo X200 Pro স্মার্টফোনে থাকবে কার্ভড 1.5কে রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এতে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো রিয়ার ক্যামেরা থাকতে পারে। সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ও 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হবে 6,000 এমএএইচ ব্যাটারি। ডিভাইস দুটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অপারেটিং সিস্টেম সহ আসবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন