TVS Apache RR 310: নতুন স্পোর্টস বাইক আনছে টিভিএস, অসীম শক্তির সঙ্গে থাকবে বাজার কাঁপানো ফিচার্স

TVS তাদের ফ্ল্যাগশিপ সুপারস্পোর্ট বাইক, Apache RR 310 নতুন অবতারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি মোটরসাইকেলটির আপডেটেড ভার্সন কোম্পানির কারখানার কাছে স্পট করা হয়েছে। নতুন…

tvs apache rr 310 spied testing with new updates india launch soon

TVS তাদের ফ্ল্যাগশিপ সুপারস্পোর্ট বাইক, Apache RR 310 নতুন অবতারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি মোটরসাইকেলটির আপডেটেড ভার্সন কোম্পানির কারখানার কাছে স্পট করা হয়েছে। নতুন মডেলটিতে উইংলেট দেখা গিয়েছে। নিউ জেনারেশন TVS Apache RR 310-এর সবচেয়ে বড় আপডেট হতে পারে এটি।

এছাড়াও, স্পোর্টস বাইকটির পাওয়ার বাড়িয়ে Apache RTR 310-এর আউটপুটের সঙ্গে ম্যাচ করার প্রয়াস দেখা যাবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি, Apache RR 310 একটি 312 সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন দ্বারা পরিচালিত। এটি থেকে 34 বিএইচপি ক্ষমতা ও 27.3 এনএম টর্ক উৎপন্ন হয়। সঙ্গে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স।

আরও পড়ুন : দীর্ঘ ব্যাটারি লাইফ‌ সহ লঞ্চ হল Realme Buds N1 ইয়ারবাড, পাবেন 360° অডিও এফেক্ট

অন্যদিকে, 312 সিসি ইঞ্জিনে দৌড়লেও Apache RTR 310 থেকে 9,700 আরপিএম গতিতে 35 বিএইচপি ও 6650 আরপিএমে 28.7 এনএম টর্ক পাওয়া যায়। টেস্ট মডেলের ডিজাইন বর্তমান TVS Apache RR 310-এর মতোই এক থাকবে বলে অনুমান করা হচ্ছে। তবে নতুন ভার্সনে আরও কিছু অত্যাধুনিক ফিচার্সের আশা করা যায়।

updated tvs apache rr 310 spied

নতুন আপডেটের সঙ্গে, TVS Apache RR 310-এর দাম কিছুটা বাড়ানো হবে। বর্তমানে টিভিএস মোটর কোম্পানির এই ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইক 2.72 লক্ষ টাকায় (এক্স-শোরুম) বিক্রি হয়। ভারতের বাজারে প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছে KTM RC 390, Aprilia RS 457, এবং Yamaha YZF R3।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন