১১ হাজার টাকা ছাড়ে Nothing Phone 2a Plus স্মার্টফোন, রয়েছে ৫০ + ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

ব্যতিক্রমী ডিজাইন আর ‘Glyph’ ইন্টারফেসের জন্য ইতিমধ্যেই নজর কেড়েছে Nothing ব্র্যান্ডের স্মার্টফোনগুলি। তবে এই জনপ্রিয়তা আরও বাড়াতে এবার ফোনের দাম কমাতেও পিছপা হচ্ছে না আমেরিকার ব্র্যান্ডটি। এই মুহূর্তে ২০ হাজার টাকারও কমে পাওয়া যাচ্ছে সংস্থার অন্যতম আকর্ষণীয় স্মার্টফোন Nothing Phone 2a Plus। আসুন কোথা থেকে কিনলে ডিভাইসটি সস্তায় পাওয়া যাবে জেনে নেওয়া যাক।

Nothing Phone 2a Plus এখন ২০ হাজার টাকার কমে কেনার সুযোগ

নাথিং ফোন ২এ প্লাস ফোনটি এখন অ্যামাজনে মাত্র ১৯,৮৮২ টাকায় তালিকাভুক্ত আছে। আর যদি আপনি Axis Bank-এর কার্ড দিয়ে পেমেন্ট করেন, তাহলে মিলবে অতিরিক্ত ৭ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, যার পর এটি ১৮,৮৮২ টাকায় কেনা যাবে। যেখানে নাথিং ফোন ২এ প্লাস এর লঞ্চের সময় দাম ছিল ২৯,৯৯৯ টাকা। অর্থাৎ প্রায় ১১ হাজার টাকার কাছাকাছি ছাড় পাওয়া যাচ্ছে।

যদিও অফার এখানেই শেষ নয়। ডিভাইসটি কেনার সময় যদি আপনি পুরোনো ফোন এক্সচেঞ্জ করতে চান, তাহলে আরও ১৮,৬০০ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। যদিও এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ আপনার পুরোনো ফোনের মডেল ও অবস্থার ওপর নির্ভর করবে।

Nothing Phone 2a Plus এর স্পেসিফিকেশন ও ফিচার

নাথিং ফোন ২এ প্লাস ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৫০ প্রো প্রসেসর। এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮৪×২৪১২ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত।

ফটোগ্রাফির জন্য Nothing Phone 2a Plus এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর (OIS সহ) এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। সামনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।