কম বাজেটে সেরা স্মার্টফোন হাজির, ধামাকা করতে খুব সস্তায় লঞ্চ হল Tecno Spark 30C

Tecno Spark 30C অফিশিয়ালি লঞ্চ হল৷ এটি একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, যা Redmi 14C-কে টেক্কা দেবে। সস্তায় 120 হার্টজ ডিসপ্লে, 256 জিবি পর্যন্ত স্টোরেজ, IP54…

Tecno Spark 30C Launched With 120Hz Display Helio G81 Chipset 5000Mah Battery

Tecno Spark 30C অফিশিয়ালি লঞ্চ হল৷ এটি একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, যা Redmi 14C-কে টেক্কা দেবে। সস্তায় 120 হার্টজ ডিসপ্লে, 256 জিবি পর্যন্ত স্টোরেজ, IP54 ওয়াটার রেজিট্যান্স, ডুয়াল স্পিকার, 50 মেগাপিক্সেল ক্যামেরা, ও পাওরফুল ব্যাটারি রয়েছে এই ফোনে। চলুন ডিভাইসটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Tecno Spark 30C স্পেসিফিকেশন ও দাম

টেকনো স্পার্ক 30সি-তে 6.67 ইঞ্চি 720×1600 পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। মিডিয়াটেক হেলিও G81 প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে। এটি 4 জিবি / 6 জিবি / 8 জিবি র‍্যাম ও 128 জিবি / 256 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করা হয়েছে।

Tecno Spark 30C-এর পিছনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং একটি ডেপ্থ সেন্সর রয়েছে। অন্যদিকে, সেলফি ও ভিডিয়ো কলের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। সংস্থার দাবি, ফোনটির ব্যাটারি 1000 চার্জিং সাইকেলের পরও 80 শতাংশ অরিজিনাল ক্যাপাসিটি ধরে রাখবে। ডুয়াল সিমেট্রিক্যাল স্পিকারে সুন্দর শব্দ আসবে।

আরও পড়ুন : Honda Activa Electric: অপেক্ষার অবসান, বাজার কাঁপাতে আসছে অ্যাক্টিভা ইলেকট্রিক

ফোনটির 5000mah ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। IP64 রেটিং জল ও ধুলো থেকে রক্ষা করবে। মালয়েশিয়াতে Tecno Spark 30C লঞ্চ হয়েছে 469 RM মূল্যে, ভারতীয় মুদ্রায় যা প্রায় 9,000 টাকা। এটি এদেশেও খুব শীঘ্রই পা রাখবে বলে আশা করা যায়।

আরও পড়ুন : JioPhone Prime 2 4G: পুজোর উপহার দিল জিও, সস্তায় লঞ্চ করল জিওফোন প্রাইমা 2 4জি

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন