২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Oppo Reno 15 ও Reno 15 Pro, থাকবে পেরিস্কোপ লেন্স

আগামী মাসের শুরুতে ভারতে লঞ্চ হতে চলেছে Oppo Reno 14 5G সিরিজ। এরমধ্যেই পরবর্তী Reno সিরিজ নিয়ে চর্চা শুরু হয়েছে। চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি একটি পোস্টে দাবি করেছেন, Oppo Reno 15 ও Reno 15 Pro মডেল দুটিতে থাকতে পারে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যেখানে Reno 14 সিরিজের দুটি মডেল চীনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আত্মপ্রকাশ করেছে।

Oppo Reno 15 সিরিজে থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

তবে টিপস্টার বলতে পারেননি, ওপ্পো রেনো ১৫ ও রেনো ১৫ প্রো ফোনে ঠিক কোন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। ওপ্পো এই মুহূর্তে মডেল দুটি পরীক্ষা করছে, ফলে সব কিছু ঠিকঠাক না থাকলে স্পেসিফিকেশনে বদল দেখা যেতে পারে। তবে ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, দুই মডেলেই পেরিস্কোপ লেন্স থাকবে। যেহেতু রেনো ১৪ সিরিজেও টেলিফটো ক্যামেরা ছিল, তাই এই তথ্য খুব একটা চমকপ্রদ নয়।

Oppo Reno 15 সিরিজে থাকতে পারে ছোট স্ক্রিন

ওপ্পো রেনো ১৫ মডেলটি অপেক্ষাকৃত ছোট ডিসপ্লে সহ আসবে বলে জানা গেছে। এতে থাকতে পারে ৬.৩ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে, যা রেনো ১৪-এর ৬.৫৯ ইঞ্চির তুলনায় ছোট। অন্যদিকে, রেনো ১৫ প্রো মডেলের ডিসপ্লে সাইজও কিছুটা ছোট হবে। পূর্বসূরির ৬.৮৩ ইঞ্চির পরিবর্তে নতুন মডেলে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে। উভয় ডিভাইস মেটাল ফ্রেম এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসবে।

ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার ব্যবহার করা হতে পারে

কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, Oppo Reno 15 সিরিজে ফ্ল্যাগশিপ লেভেলের হার্ডওয়্যার থাকবে। এক্ষেত্রে প্রসেসর, ক্যামেরা ও ডিসপ্লে আরও উন্নত হবে বলে ধরে নেওয়া যায়। যদিও এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

Oppo Reno 15 সিরিজ কবে লঞ্চ হবে

Reno 14 ও 14 Pro গ্লোবাল মার্কেটে এখন লঞ্চ হচ্ছে, ফলে Reno 15 সিরিজ শীঘ্রই লঞ্চ হবে না বলেই আমাদের অনুমান। এই মুহূর্তে ডিভাইসগুলি নিয়ে ব্র্যান্ডটি পরীক্ষা নিরীক্ষা করছে। তবে আশা করা যায় সেপ্টেম্বর বা অক্টোবর মাসে নতুন রেনো সিরিজে বাজারে আসতে পারে।