প্রতীক্ষার অবসান, ২০ হাজার টাকার রেঞ্জে Sony ক্যামেরা সহ এই তারিখে লঞ্চ হচ্ছে Moto G96 5G

Motorola অবশেষে Moto G96 5G ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করল। আগামী ৯ জুলাই ডিভাইসটি ভারতে আসবে। ইতিমধ্যেই Flipkart-এ স্মার্টফোনটির জন্য ডেডিকেটেড পেজ লাইভ হয়েছে। এখান থেকে Moto G96 5G এর মূখ্য ফিচারগুলি সামনে আসছে। লঞ্চের পর এই ই-কমার্স সাইট থেকেই ফোনটি কেনা যাবে। এর দাম রাখা হতে পারে ২০ হাজার টাকার কাছাকাছি। চলুন স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।
Moto G96 5G এর ডিসপ্লে ও ডিজাইন
মোটো জি৯৬ ৫জি ফোনে পাওয়া যাবে ৬.৬৭-ইঞ্চি কার্ভড পি-ওএলইডি ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ১০ বিট কালার ডেপ্থ, ১৬০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হবে।
ডিজাইনের কথা বললে, মোটো জি৯৬ ৫জি এর পিছনে দেখা যাবে লেদারের মতো টেক্সচারযুক্ত ডিজাইন, যা প্রিমিয়াম লুক দেবে। সামনে থাকবে বাঁকানো ডিসপ্লে। এটি চারটি রঙে আসবে – সবুজ, হালকা নীল, গাঢ় নীল ও গোলাপি।
Moto G96 5G এর ক্যামেরা
ফটোগ্রাফির জন্য মোটো জি৯৬ ৫জি ডিভাইসে OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony LYT-700C প্রাইমারি সেন্সর থাকবে। এই ক্যামেরা সেন্সর মিড-রেঞ্জ ফোনগুলিতে দেখা যায়।
অন্যান্য ফিচার
পারফরম্যান্সের জন্য Moto G96 5G স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট ব্যবহার করা হবে। যদিও এটা একেবারে নতুন চিপ নয়, কিন্তু মিড রেঞ্জ ডিভাইসের ক্ষেত্রে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার জন্য সুনাম কুড়িয়েছে। আবার এটি IP68 রেটিং সহ আসবে, অর্থাৎ ফোনটি ধুলোবালি ও জল প্রতিরোধী হবে।