দাম কমলো Redmi Note 14 Pro 5G ও Note 14 Pro+ 5G ফোনের, নতুন কালার অপশন কিনলেই লাভ

কয়েক সপ্তাহ পরে ভারতে আসবে Redmi Note 15 সিরিজ। ফলে স্বাভাবিকভাবেই পুরানো মডেলগুলির দাম কমানোর পথে হাঁটবে ব্র্যান্ডটি। সেই মতোই এখন Redmi Note 14 Pro 5G ও Note 14 Pro+ 5G এর নতুন কালার ভ্যারিয়েন্ট ২০০০ টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। এই নতুন কালার ভ্যারিয়েন্ট সদ্য ভারতে লঞ্চ হয়েছে। জানিয়ে রাখি, চলতি বছরে Redmi Note 14 সিরিজ ভারতে এসেছিল। এই সিরিজের ডিভাইসগুলি বাজেট রেঞ্জের ক্রেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।
Redmi Note 14 Pro 5G এর নতুন কালার অপশন ও দাম
রেডমি নোট ১৪ প্রো ৫জি এখন স্যাম্পেইন গোল্ড (Champagne Gold) কালার অপশনে পাওয়া যাবে। এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন দাম ছিল ২১,৯৯৯ টাকা। আগে এই স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ছিল ২৩,৯৯৯ টাকা। অন্যদিকে, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ২৪,৯৯৯ টাকায় কেনা যাবে।
Redmi Note 14 Pro+ 5G এর ভারতে দাম ও নতুন কালার অপশন
রেডমি নোট ১৪ প্রো প্লাস ৫জি মডেলটিও স্যাম্পেইন গোল্ড কালার ভ্যারিয়েন্টে এসেছে। এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা, যেখানে আগে দাম ছিল ২৯,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি মডেলটি এখন ২৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে, যা আগে ছিল ৩১,৯৯৯ টাকা। অর্থাৎ ২,০০০ টাকা ছাড়ে কেনা যাবে।
বলার অপেক্ষা রাখে না যে, বিক্রি বাড়িয়ে দ্রুত স্টক শেষ করতে Redmi Note 14 Pro এর দাম কমানো হয়েছে। যেহেতু শীঘ্রই এর উত্তরসূরি সিরিজ Redmi Note 15 বাজারে আসবে। তবে আপনি নতুন ফোন কিনতে চাইলে, এটি একটা ভালো সুযোগ। ইতিমধ্যেই শাওমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে নতুন দামে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।